Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে বায়ুদূষণ প্রতিরোধের সচেতনতা শিবিরে ক্যুইজ প্রতিযোগিতা

হলদিয়াতে বায়ুদূষণ প্রতিরোধের সচেতনতা শিবিরে ক্যুইজ প্রতিযোগিতাপশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে অংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/vvhimb1N7aY
২০২৪…

 


হলদিয়াতে বায়ুদূষণ প্রতিরোধের সচেতনতা শিবিরে ক্যুইজ প্রতিযোগিতা

পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে অংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/vvhimb1N7aY


২০২৪ এর থিম ভূমি উদ্ধার মরুকরণ এবং খরা স্থিতি আপকতা বিশ্ব পরিবেশ দিবসে ২০২৪ এ সংস্কারক আমাদের ভূমি শ্লোগানে অধীনে ভূমি উদ্ধার মরুকরণ এবং খরা প্রতিরোধের উপর জোর দেওয়া। পৌরসভা কয়েক হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন এবং শিল্প এলাকার বিভিন্ন কারখানাতে গাছ লাগানো হয়েছে এবং আগামী দিনও কর্মসূচি রয়েছে বলে সূত্রে জানা যায় পরিবেশকে সুস্থ রাখতে পরিবেশ বিষয়ক অংকন এবং ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হলদিয়া পৌর এলাকায় প্রায় ১৫ টি স্কুল অংশগ্রহণ করেন আজকের ক্যূইজ প্রতিযোগিতায় তার মধ্যে প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ডিএভি পাবলিক স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করেছেন হলদিয়া গভমেন্ট স্পসন্ড, তৃতীয় স্থান অধিকার করেছেন কেন্দ্রীয় বিদ্যালয় আইওসি। সকল প্রতিযোগিতার আগামীকাল পুরস্কার দেওয়া হবে বলে সূত্রে জানা যায়। আজকের কুইজ মাস্টার কৃষ্ণপ্রসাদঘড়া তিনি বলেন হলদিয়া পৌরসভা গত ২ তারিখ থেকে চলছে বিভিন্ন কর্মসূচি আজকের যে সকল প্রতিযোগী ক্যুইজে অংশগ্রহণ করেছিলেন সেই সকল প্রতিযোগীদের  হাতে পরিবেশবান্ধব পাটের ব্যাগ দেওয়া হলো।

হলদিয়া পৌরসভার পরিবেশ দপ্তরের আধিকারিক শেখ জুনাজো রহমান  বলেন আমরা কয়েক হাজার গাছ লাগেচ্ছি পরিবেশকে সুস্থ রাখতে। এখনো গাছ লাগানো কর্মসূচি চলছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার জন্য অঙ্কন প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা, চারা রোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল।





No comments