Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ৮৫ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে

হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ৮৫ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে 
 নিবিড় উন্নয়ন পরিকল্পনায় হলদিয়া ব্লকে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে । অতিরিক্ত শ্রেণীকক্ষ, শৌচাগার, নিকাশী সংস্কার থেকে কবরস্থানের সুরক্ষা প্রাচীর, কংক্র…




 হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ৮৫ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে 


 নিবিড় উন্নয়ন পরিকল্পনায় হলদিয়া ব্লকে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে । অতিরিক্ত শ্রেণীকক্ষ, শৌচাগার, নিকাশী সংস্কার থেকে কবরস্থানের সুরক্ষা প্রাচীর, কংক্রিটের রাস্তা ইত্যাদি কাজ হয়েছে ব্লকটিতে । সব মিলিয়ে গত কয়েক মাসে ৮৫ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে হলদিয়া ব্লক জুড়ে ।

         এই উন্নয়ন কর্মকান্ডে বিশেষ জোর দেওয়া হয়েছে শিক্ষা পরিকল্পনা উন্নয়নে । সেক্ষেত্রে ব্লকের ডালিম্বচক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে দুটি অতিরিক্ত শ্রেণিকক্ষ এবং মুরারিচক প্রাথমিক বিদ্যালয়ে একটি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মিত হয়েছে । যার ফলে স্কুল দুটিতে পঠন-পাঠনের উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে । মুরারিচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বেরা জানিয়েছেন,"আমাদের স্কুলে পরিকাঠামো তেমন ভালো ছিল না । শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে । পরিকাঠামোর অভাবে একই শ্রেণিকক্ষের মধ্যে পার্টিশন করে দুটি ক্লাস চালাতে হয়েছে । স্বল্প পরিসরে পঠন-পাঠনের ভীষণ সমস্যা হতো । ব্লক প্রশাসনের উদ্যোগে আমরা অতিরিক্ত শ্রেণিকক্ষ গড়তে পেরেছি । এখন পটন পাঠানোর বেশ সুবিধা হয়েছে ।" এমনিভাবে ডালিম্বচক প্রাথমিক বিদ্যালয়ে দুটি অতিরিক্ত শ্রেণিকক্ষ গড়ে ওঠায় ছাত্র-ছাত্রীদের সুবিধা হয়েছে পড়াশোনার । মোট ৩৬ লাখ টাকা খরচে গড়ে উঠেছে এই তিনটি অতিরিক্ত শ্রেণিকক্ষ । পাশাপাশি ব্লকের মুরারিচক প্রাথমিক বিদ্যালয়, কুমারপুর হাই মাদ্রাসা, বাড়বাসুদেবপুর মক্তব প্রাথমিক বিদ্যালয় এবং গরাণখালি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ১৪ লাখ টাকা খরচে নতুন শৌচাগার নির্মাণ করা হয়েছে ‌। ১০ লাখ টাকা খরচে খরচে হাদিয়া, দ্বারিবেড়িয়া এবং জামবেড়িয়া গ্রাম এলাকায় নির্মিত হয়েছে কংক্রিটের তিনটি নিকাশি । এর ফলে গ্রাম এলাকার জমা জল নিকেশের সুবিধা ঘটেছে । স্থানীয় দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বরিবেড়িয়ায় সাড়ে তিন লাখ টাকা খরচে নতুন কংক্রিটের রোড পরিবহন পরিকাঠামোকে উন্নত করেছে । সেইসঙ্গে রাস্তা মজবুত করার উদ্দেশ্যে এই গ্রামেই চার জায়গায় ১০ লাখ ১৮ হাজার টাকা খরচে কংক্রিটের গার্ডওয়াল তৈরি করা হয়েছে । ১৩ লাখ ৬৮ হাজার টাকা খরচে চকদ্বীপা এলাকায় একটি কবরস্থানের সুরক্ষা প্রাচীর গড়ে তোলা হয়েছে । সব মিলিয়ে ৮৫ লাখ টাকার উন্নয়ন কর্মযজ্ঞের সুফল পাবেন হলদিয়া ব্লকের বিভিন্ন স্তরের মানুষ । ব্লকের বিডিও সৌরভ মাজী জানিয়েছেন,"গ্রাম উন্নয়ন কাজ করা আমাদের দায়িত্ব । সেই উদ্দেশ্যে হলদিয়া ব্লকের মানুষের দাবি অনুযায়ী গুচ্ছ উন্নয়ন কাজ হয়েছে । তার মধ্যে রাস্তা, নিকাশি ব্যবস্থা, শিক্ষা পরিকাঠামো, পানীয় জল , শৌচাগার ইত্যাদি রয়েছে । এখনো বহু গ্রামে সামাজিক পরিকাঠামো উন্নয়নের কাজ করতে হবে । আমাদের পরিকল্পনায় সে সমস্ত কিছুই রয়েছে । পুজোর পরেই আমরা আরো কিছু কাজে হাত লাগাবো ।"

No comments