লোহাগড়ায় ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলার সকল …
লোহাগড়ায় ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলার সকল শ্রেণির মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১ টায় লোহাগড়ার কুন্দসী চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে লোহাগড়া উপজেলা চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ঢাকা -বেনাপোল মহাসড়কের পাশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর (অবঃ) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, কাউন্সিলর মিলু শরীফ, বিএনপির সিনিয়র নেতা শ, ম লুৎফর রহমান, লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ সালেহা বেগম, লোহাগড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান বাটুল, মোঃ মশিয়ার রহমান সান্টু, মোঃ সাইফুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম একজন সৎ চৌকস ও ভালো মনের অফিসার। তিনি লোহাগড়ায় আসার পর থেকে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করছেন। দিন রাত ২৪ ঘন্টা তিনি মানুষের সেবায় সর্বদাই নিয়োজিত থাকেন। তিনি সকল শ্রেণীর মানুষের কথা শোনেন, এরকম একজন ভালো মানুষকে এলাকাবাসী কোনভাবেই হারাতে চায় না। লোহাগড়ার উন্নয়নের লক্ষ্যে ইউএনও মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহার করে লোহাগড়ায় রাখার জোর দাবী জানান ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। বক্তারা আরো বলেন, আমাদের দাবি না মানলে লোহাগড়াবাসীকে সাথে নিয়ে ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি প্রদান করেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।
No comments