Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচীর কাজে এগিয়ে এলেন, হলদিয়া, টি এম লজেস্টিক লিমিটেড

জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচীর কাজে এগিয়ে এলেন, হলদিয়া, টি এম লজেস্টিক লিমিটেডশিল্প শহর হলদিয়া দূষণের ফলেই অন্ধত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৬ সেপ্টেম্বর,২৪, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া পরিচালিত নেত্রালয় (চোখের চিকিৎসাল…

 




জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচীর কাজে এগিয়ে এলেন, হলদিয়া, টি এম লজেস্টিক লিমিটেড

শিল্প শহর হলদিয়া দূষণের ফলেই অন্ধত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৬ সেপ্টেম্বর,২৪, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া পরিচালিত নেত্রালয় (চোখের চিকিৎসালয় ও রিসার্চ সেন্টার) এর ব্যবস্থাপনায়  চক্ষু পরীক্ষা শিবির এর জন্য হলদিয়া- টি এম ইন্টারনেশানাল লজেস্টিক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট শ্রী দেবদীপ্ত সামন্ত ও হেড অফ অপারেশান শ্রী রজনীশ কুমার এবং সি এস আর তত্ত্বাবধায়ক  শ্রী অমিত মাজী  মহাশয়গণ চোখের আধুনিক যন্ত্রপাতি পরম পূজ্যপাদ স্বামী বিবেকাত্মানন্দজী (বিবেক মহারাজের) হাতে তুলে দেন। নেত্র বিজ্ঞানের মতে চোখের প্রতিস্বরনজনিত ত্রুটিবিচ্যুতি ও ডায়াবেটিক রেটিনোপ‍্যাথী সনাক্তকরনের ক্ষেত্রে রেটিনোস্কোপ,  ট্রায়াল ফ্রেম এবং  ইনডায়রেক্ট অফথ‍্যালমোস্কোপ অত্যন্ত প্রয়োজীয় তিনটি  ইনস্ট্রুমেন্টে। 

জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচিকে গ্রামীণ এলাকায় প‍ৌঁছে দিতে অনেক বেশি  শিবিরের দরকার। টি এম ইন্টারনেশানাল লজেস্টিক লিমিটেডে এর গুরুত্ব অনুভব করে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের (সিএসআর)  মাধ্যমে চোখের চিকিৎসার জন্য যন্ত্রাংশ তিনটি উপহার হিসেবে দান করলেন। মিশন আশ্রমের সাধারণ সচিব বিবেক মহারাজ বলেন নেত্রবিজ্ঞানের সমীক্ষায় ধরা পড়েছে নিবারণ যোগ্য  দৃষ্টিহীনতা ক্ষেত্রে প্রায় কুড়ি শতাংশ মানুষ রিফ্রেকটিভ এরর  জনিত কারনে অন্ধত্বের স্বীকার। এই কারনে আগামী দিনে আরও বেশি বেশি করে প্রত্যন্ত গ্রামীণ এলাকার চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে প্রতিস্বরণ জনিত ত্রুটি এবং  রেটিনা সংক্রান্ত ত্রুটিবিচ্যুতি এই যন্ত্রের সাহায্যে ধরা পড়বে এবং চিকিৎসার দ্বারা সমাধন অনেকাংশে ভালো হবে। ভাইস প্রেসিডেন্ট শ্রী দেবদীপ্ত সামন্ত বলেন ভবিষ্যতে   টি এম ইন্টারনেশানাল লজেস্টিক লিমিটেড, হলদিয়া এই প্রতিষ্টানের সকল সামাজিক কাজে আরও বেশী করে যুক্ত হবেন বলে এই আশ্বাস দেন।

No comments