Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৩ফুট উচ্চতার গণেশের মূর্তি !থিমের প্যান্ডেলে তাক লাগালো রামনগরের হ্যাপি টাউন ক্লাব।উদ্বোধনে জেলা সভাধিপতি উত্তম বারিক

১৩ফুট উচ্চতার গণেশের মূর্তি !থিমের প্যান্ডেলে তাক লাগালো রামনগরের হ্যাপি টাউন ক্লাব।উদ্বোধনে জেলা সভাধিপতি উত্তম বারিকরামনগর শহরে ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি টা। হাটি হাটি পা পা করে দশম বর্ষে পদার্পণ করেছে এবারের গণেশ বন্দনা।রান্নাঘর…

 




১৩ফুট উচ্চতার গণেশের মূর্তি !থিমের প্যান্ডেলে তাক লাগালো রামনগরের হ্যাপি টাউন ক্লাব।উদ্বোধনে জেলা সভাধিপতি উত্তম বারিক

রামনগর শহরে ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি টা। হাটি হাটি পা পা করে দশম বর্ষে পদার্পণ করেছে এবারের গণেশ বন্দনা।

রান্নাঘরের ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি ডাউন প্রতিবছর গণেশ বন্দনায় চমক দেখায়। এবারেও তা ব্যতিক্রম হলো না। প্রতি বছর রামনগরবাসী অপেক্ষায় থাকে হ্যাপি টাউন তাদের পুজোয় নতুন কি থিম আনছে। এবার পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে রয়েছে সমাজসেবা মূলক অনুষ্ঠান সাথে বৃক্ষ দান কর্মসূচি। রামনগর শহরের যুবকরা মিলে মিসেই ১০ বছর আগে গড়ে তুলেছিল ক্লাব হ্যাপি টাউন। আজ সেই ক্লাব মহিরুহ হয়ে দাঁড়িয়েছে।

 গনেশ পূজা শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। রামনগর এক নম্বর ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারী পূজা দেবনাথ। জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র, রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি প্রমুখ।

সভাধিপতি উত্তম বারিক আজ হ্যাপী টাউনের দশম বর্ষের গণেশ পূজার শুভ উদ্বোধনের শেষ বিশেষ বার্তা দেন।

গণেশ পূজো থেকে দুর্গোৎসবের আবাহনী সুর প্রকাশিত হয়। পুজো ও উৎসবে শব্দ দূষণ, শব্দবাজি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়ে বিশেষ বার্তা দেন রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ। অন্যদিকে রামনগরের হ্যাপী টাউনের পুজো নিয়ে বার্তা দেন ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক।

রামনগরে হ্যাপি টাউনের পূজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। ক্লাবের সম্পাদক বিদ্যুৎ সার বলেন এবারের পূজায় রয়েছে অনেক চমক রয়েছে অনেক অনুষ্ঠান।  গণেশের মূর্তির এবার বিশাল উচ্চতা রামনগরবাসীর কাছে সেরা আকর্ষণ হতে চলেছে।

হ্যাপি টাউন এর গণেশ পুজোর  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জানেনা।

No comments