Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলের রথ পরিদর্শনে এলেন হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল

মহিষাদলের রথ পরিদর্শনে এলেন হেরিটেজ কমিশনের প্রতিনিধি দলমহিষাদলের রাজাদের প্রায় আড়াইশো বছরের প্রাচীন রথ পরিদর্শনের পাশাপাশি রঙ্গিবসান প্যালেস পরিদর্শন করলেন রাজ্য হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল । শুক্রবার পাঁচ সদস্যের প্রতিনিধি দ…

 




মহিষাদলের রথ পরিদর্শনে এলেন হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল

মহিষাদলের রাজাদের প্রায় আড়াইশো বছরের প্রাচীন রথ পরিদর্শনের পাশাপাশি রঙ্গিবসান প্যালেস পরিদর্শন করলেন রাজ্য হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল । শুক্রবার পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি প্রথমে প্যালেস ঘুরে দেখেন । হেরিটেজ তকমা পাওয়া প্যালেসটির‌ হাল ফেরাতে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় বছর কয়েক আগে কাজ শুরু হয়েছিল । মাঝখানে কাজ বন্ধ হয়ে যায় । সেই কাজ পুনরায় শুরু করতে উদ্যোগী হয়েছে হেরিটেজ কমিশন । তার আগে পরিস্থিতি খতিয়ে দেখলেন কমিশনের প্রতিনিধিরা । মহিষাদলের প্রাচীন রথ এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য । রথটি বেহাল অবস্থায় রয়েছে । সেই রথ মেরামতির জন্য স্থানীয় বিধায়কের আবেদনের ভিত্তিতে রাজ্য হেরিটেজ কমিশন গুরুত্ব দিয়েছে । শুক্রবার কমিশনের প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে রথটিকে পর্যবেক্ষণ করেছেন । রথের খুঁটিনাটি খোঁজখবর নিয়েছেন । এরপর প্রতিনিধি দলের তরফে হেরিটেজ কমিশনে রিপোর্ট জমা পড়বে । তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে । এ বিষয়ে স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন,"মহিষাদল রাজবাড়ির রঙ্গিবসান কুঠি এবং রাজাদের রথ ঘিরে লক্ষ লক্ষ মানুষের আবেগ উচ্ছ্বাস রয়েছে । লোকায়ত সংস্কৃতি সুরক্ষাভাবনায় এই দুটি বিষয়ে সংস্কারের আবেদন জানিয়েছি রাজ্য হেরিটেজ কমিশনে । তাদের কাছ থেকে আমরা ইতিবাচক ইঙ্গিত পেয়েছি । এলাকার কৃষ্টি ঐতিহ্য ইতিহাস সুরক্ষাভাবনায় হেরিটেজ কমিশন সহযোগিতা হাতে বাড়িয়ে দিবে এটাই আমাদের আশা । শুক্রবার কমিশনের পাঠানো প্রতিনিধি দলের মহিষাদল উপস্থিতি তেমনই ইঙ্গিত বহন করছে ।"

No comments