এই বুঝি প্লাবনে সব ভাসিয়ে নিয়ে যাবে? ভয়ে আশঙ্কায় রয়েছে মহিষাদল এলাকার অমৃতবেড়িয়া জামাই পল্লীর মানুষগাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ দেখা দিয়েছে, সামনে পূর্ণিমার কটাল আর মহিষাদল এলাকার মানুষের ঘুম চলে যাচ্ছে। সুতাহাটা এরিয়া…
এই বুঝি প্লাবনে সব ভাসিয়ে নিয়ে যাবে? ভয়ে আশঙ্কায় রয়েছে মহিষাদল এলাকার অমৃতবেড়িয়া জামাই পল্লীর মানুষ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ দেখা দিয়েছে, সামনে পূর্ণিমার কটাল আর মহিষাদল এলাকার মানুষের ঘুম চলে যাচ্ছে। সুতাহাটা এরিয়াখালী মহিষাদল অমৃতবেড়িয়া নদীর ধারের গ্রাম গুলি ভয়ে সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। এই মনে হয় নদীর বাঁধ ভেঙে যায়। যদিও নদীর ধারের বাঁধ বাঁধার কাজ চলছে। কিন্তু তবুও মানুষ আশঙ্কায় রয়েছে।
পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাড় অমৃতবেড়িয়া গ্রামের জামাই পাড়ার কাছে নদীর বাঁধ বসে যাওয়ায় ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঐ এলাকার প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় মানুষ দুশ্চিন্তায় আছেন। রাত ১০টায় জোয়ার এলে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। পুলিশ প্রশাসনকে সংবাদ দেওয়া হয়েছে। ওই এলাকার নদী বাঁধের অবস্হা খুব খারাপ। এলাকার মানুষের দাবি সেচ দপ্তরের আধিকারিকদের যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছেন এলাকার মানুষ।
No comments