Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩৪ তম সাব জুনিয়র ন্যাশনাল খো খো খেলার অংশগ্রহণ করবে হলদিয়ার খুদে খেলোয়াড়

৩৪ তম সাব জুনিয়র ন্যাশনাল খো খো খেলার অংশগ্রহণ করবে হলদিয়ার খুদে খেলোয়াড়
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ২৮শে সেপ্টেম্বর থেকে ২ রা অক্টোবর ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ৩৪ তম সাব জুনিয়ার ন্যাশনাল খো খো  প্রতিযোগিতার ( বালক ও বাল…

 


৩৪ তম সাব জুনিয়র ন্যাশনাল খো খো খেলার অংশগ্রহণ করবে হলদিয়ার খুদে খেলোয়াড়


অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ২৮শে সেপ্টেম্বর থেকে ২ রা অক্টোবর ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ৩৪ তম সাব জুনিয়ার ন্যাশনাল খো খো  প্রতিযোগিতার ( বালক ও বালিকা ) আজ ফাইনাল সিলেকশনে হলদিয়া পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো একাডেমী থেকে বালক বিভাগে খেলার সুযোগ পেয়েছে শেখ আরমান হোসেন, সুজয় ভৌমিক, শুভেন্দু মন্ডল ও বালিকা বিভাগে খেলার সুযোগ পেয়েছে অপর্না দাস।

     বালিকা বিভাগের বাংলার কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হবে হুগলির ব্যান্ডেলে ও বালক বিভাগে বাংলার কোচিং কেম্প অনুষ্ঠিত হবে পশ্চিম মেদিনীপুর জেলাতে।

No comments