অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড কার্গোপুল শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বর্ষের বিশ্বকর্মা পুজা
হলদিয়ার ডক কমপ্লেক্স অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড কার্গোপুল শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বর্ষের বিশ্বকর্মা পুজা
শিল্প শহর হলদিয়া, বিশ্বকর…
অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড কার্গোপুল শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বর্ষের বিশ্বকর্মা পুজা
হলদিয়ার ডক কমপ্লেক্স অ্যারো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড কার্গোপুল শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বর্ষের বিশ্বকর্মা পুজা
শিল্প শহর হলদিয়া, বিশ্বকর্মা পুজো কে কেন্দ্র করে বিভিন্ন মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে সামাজিক প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, শ্রমিকদের চক্ষু পরীক্ষা এছাড়াও সুস্থ-সংস্কৃতির লক্ষ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন ধরে অনুষ্ঠিত হয়। বাবা বিশ্বকর্মা পুজো মানেই শিল্প শহর হলদিয়া।
অভিনব মণ্ডপ এবং মূর্তি দেখার জন্য বিভিন্ন রাজ্যের মানুষ ছুটে আসে। সামাজিক প্রকল্পের বিভিন্ন কর্মসূচিতে হাত বাড়িয়ে দিলেন হলদিয়া অ্যারো প্রজেক্ট কার্গোপুল শ্রমিক দের উদ্যোগে তৃতীয়তম বর্ষের বিশ্বকর্মা পুজো কমিটি। এবারের পুজো কমিটি সাবেকিয়ানা প্যান্ডেল মন্ডপ হলেও মূর্তি ছিল নতুনত্ব আলোর রোশনায় হলদিয়ার ডক এক নম্বর গেট ভরে গিয়েছিল শ্রমিক কর্মচারী এবং মন্ডপ পরিদর্শনে মূর্তি সকল দর্শনার্থীদের উপস্থিতিতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রী ৩৩ জনকে সম্বর্ধনা দেওয়া হয়। জানাযায় প্রায় আই কেয়ার সংস্থার উদ্যোগে ৯৮ জন চক্ষু পরীক্ষা করা হয়। প্রায় ৪০ জন রক্তদাতা রক্ত দিলেন এই সময়কালে থ্যালাসেমিয়া এবং হাসপাতালে রক্তের চাহিদা বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে আর তার জন্যই রক্তের খুব প্রয়োজন সেই সামাজিক দায়বদ্ধ প্রকল্পে অ্যারো কোম্পানি তারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন। জানালেন অ্যারো প্রজেক্ট ডক কমপ্লেক্স অন্যতম পুজো কমিটির সভাপতি মিন্টু কর্মকার এবং যুগ্ম সম্পাদক অমিত দাস ও কার্তিক হুতাইত।
No comments