থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এগিয়ে এলেন হলদিয়া পানা অভিজ্ঞান সন্মিলনী
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় কম্পিটিশনের পুজা দেখতে পাওয়া যায় তেমনি গ্রামীণ পুজো হিসেবে পানা অভিজ্ঞান সম্মেলনীর উদ্যোগে প্রাক শারদ উৎসব উপল…
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এগিয়ে এলেন হলদিয়া পানা অভিজ্ঞান সন্মিলনী
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় কম্পিটিশনের পুজা দেখতে পাওয়া যায় তেমনি গ্রামীণ পুজো হিসেবে পানা অভিজ্ঞান সম্মেলনীর উদ্যোগে প্রাক শারদ উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/V2gEYpOIql0
এই শিবিরে ৭০ জন রক্ত দান করেন, মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অভিজ্ঞান সম্মিলনী প্রতিবৎর নানান রকম সামাজিক মূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হলদিয়ার গ্রামীণ সেরা পুজোর দাবি রাখে । দুর্গাপুজোয় চলে নানান ধরনের সামাজিক কর্মকাণ্ড। এবার দুর্গাপুজোর আগেই পানা অভিজ্ঞান সম্মেলনীর রক্তদান শিবির মহালয়ার আগেই হল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা রক্ত দিতে এলেন। রক্তদান জীবন দান,তাই এই মহৎ উদ্দেশ্যকে সামনে করে এগিয়ে এলেন বহু মানুষ। শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে হলদিয়ার মানুষের মন জয় করে নিয়েছে অভিজ্ঞান সম্মেলী।
No comments