এবার কি চালু হবে এক দেশ এক ভোট, ভোটের আগে প্রধানমন্ত্রীর দেওয়া কথা কি রাখবেন?
লোকসভা ভোটের আগে থেকেই ‘এক দেশ, এক ভোট’-এর ধুয়ো তুলেছিল বিজেপি। ফের সেই জল্পনা শুরু হল জাতীয় রাজনীতির অন্দরে। জানা গিয়েছে, চলতি মেয়াদেই বিতর্কিত এই নীত…
এবার কি চালু হবে এক দেশ এক ভোট, ভোটের আগে প্রধানমন্ত্রীর দেওয়া কথা কি রাখবেন?
লোকসভা ভোটের আগে থেকেই ‘এক দেশ, এক ভোট’-এর ধুয়ো তুলেছিল বিজেপি। ফের সেই জল্পনা শুরু হল জাতীয় রাজনীতির অন্দরে। জানা গিয়েছে, চলতি মেয়াদেই বিতর্কিত এই নীতি কার্যকর করতে বদ্ধপরিকর মোদি সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, ‘এনডিএ সরকারের বর্তমান মেয়াদেই এক দেশ, এক ভোট নীতি চালু হবে। আমরা এটি বাস্তবায়িত করে দেখাব।’ সমস্ত রাজনৈতিক দল এই উদ্যোগের পাশে থাকবে বলে আশাবাদী তিনি। স্বাধীনতা দিবসের ভাষণে এক দেশ, এক ভোট-এর পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর যুক্তি ছিল, বার বার ভোট হওয়ায় বাধাপ্রাপ্ত হচ্ছে দেশের আর্থিক বৃদ্ধি।
১০০ দিন পার করল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভা। লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় টিডিপি এবং জেডিইউ’র কাঁধে ভর করে চলতে হচ্ছে তাদের। যার জেরে নানা ইস্যুতে আর আগের মতো ‘একগুঁয়ে’ সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। সম্পত্তি করে ইনডেক্সেশন, ওয়াকফ বিল, ব্রডকাস্ট বিল— সাম্প্রতিক সময়ে এমন একাধিক ইস্যুতে পিছু হটতে বাধ্য হয়েছে মোদি সরকার।
বিরোধী দলগুলি ইতিমধ্যে ‘এক দেশ, এক ভোট’কে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী’ আখ্যা দিয়েছে।
No comments