তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন বন্ধ
বিজেপির মোকাবিলায় অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাঙ্কের ভোটে ঝাঁপানোর নির্দেশ দিলেন সভাধিপতি উত্তম রারিক। এই ভোটে নন্দীগ্রামে বিজেপিকে আটকাতে না পারলে আগামী দিনে ওদের ম…
তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন বন্ধ
বিজেপির মোকাবিলায় অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাঙ্কের ভোটে ঝাঁপানোর নির্দেশ দিলেন সভাধিপতি উত্তম রারিক। এই ভোটে নন্দীগ্রামে বিজেপিকে আটকাতে না পারলে আগামী দিনে ওদের মোকাবিলা কঠিন হবে বলেও নেতাদের সতর্ক করলেন। আগামী ২২ সেপ্টেম্বর নন্দীগ্রাম-১ ও ২ ব্লক এলাকায় ব্যাঙ্কের সদস্যদের ভোট হবে। নন্দীগ্রাম-১ ব্লকে কাঞ্চননগর দিয়ারুদ্দিন বিদ্যাভবন এবং নন্দীগ্রাম-২ ব্লকে খোদামবাড়ি হাইস্কুলে নির্বাচন হবে। দু'টি ব্লকে মোট ১১ হাজার ৮৫০জন ভোটার আছেন। গতবছর বিধানসভা ও এবছর লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল পরাস্ত হয়েছে। এই অবস্থায় নন্দীগ্রামে বিজেপি মোকাবিলায় এই সমবায় সমিতির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজেপিকে হারানোর ডাক দেন জেলা পরিষদের সভাধিপতি।
বৃহস্পতিবার নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি-২ অঞ্চল তৃণমূল কার্যালয়ে ওই মিটিং ছিল। সেখানে দু'টি ব্লক থেকেই তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। ব্লক ও অঞ্চল নেতারা হাজির ছিলেন। সভাধিপতি উত্তম বারিক, সহ সভাধিপতি সুহাষিনী কর, তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের মনোনীত বোর্ডের চেয়ারম্যান সত্য সাউ প্রমুখ ছিলেন। এছাড়াও নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম-২.ব্লক তৃণমূল সভাপতি সুনীল জানা, মহাদেব বাগ, শেখ সামসুল ইসলাম প্রমুখ ছিলেন।
নন্দীগ্রাম-১ ও ২ ব্লকে সাতটি করে আসনে ভোট হবে। তৃণমূল এবং বিজেপি সবকটি আসনে প্রার্থী দিয়েছে। সিপিএম একটি অসংরক্ষিত ছাড়া বাকি ১৩টি আসনে প্রার্থী দিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর নন্দীগ্রামে ত্রিমুখী লড়াই হবে। ওই নির্বাচনে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দেন সভাধিপতি।
নন্দীগ্রামের এই ফলাফলের দিকে রাজ্য নেতৃত্বের নজর রয়েছে বলেও তিনি উপস্থিত নেতৃত্বকে জনান। নিজেদের মধ্যে দলাদলি ছেড়ে একযোগে ভোটে নেমে বিজেপিকে পরাস্ত করার ডাক দেন। এই ভোটে বিজেপি জিতলে আগামী দিনে নন্দীগ্রামে ওদের মোকাবিলা করা শক্ত হবে বলেও সতর্ক করে দেন। তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের নির্বাচন ঘিরে তমলুক এবং হলদিয়া মহকুমাজুড়ে উত্তাপ চড়ছে। তবে, বোর্ড গঠনকে পাখির চোখ করে লড়াইয়ে নেমেছে তৃণমূল ও বিজেপি। আগামী ১৫ সেপ্টেম্বর পাঁশকুড়া, তমলুক, ময়না,নন্দকুমার, সুতাহাটা ও হলদিয়া নির্বাচনী কেন্দ্রের ভোট হবে। আগামী ২২ সেপ্টেম্বর কোলাঘাট, মহিষাদল, নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২, চন্ডীপুর ও শহিদ মাতঙ্গিনী নির্বাচনী কেন্দ্রের ভোট হবে। মোট ৫৫হাজার ৪৭১ জন ভোটার। মোট ৬৯টি আসনে নির্বাচন হবে।১৫ ও ২২তারিখের ওই নির্বাচনে যুযুধান দুই দলের বেশ কয়েকজন দাপুট নেতা ভোটে প্রার্থী হয়েছেন। যেমন, ব্যাঙ্কের মনোনীত বোর্ডের চেয়ারম্যান সত্য সাউ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এছাড়া চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল দাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণ মণ্ডল প্রমুখ শাসক দলের প্যানেলের প্রার্থী। আবার বিজেপি মেঘনাদ পালকে মুখ করে এই নির্বাচনে লড়ছে। একসময় মেঘনাদবাবু এই ব্যাঙ্কের বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তৃণমূল নেতা সত্যবাবু বলেন, আমরা বোর্ড জয়ের বিষয়ে আশাবাদী। সমবায়ীরা অতীতেও আমাদের সঙ্গে ছিলেন। আগামী দিনেও বোর্ড পরিচালনায় মমতাবন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থীদের জয়ী করবেন। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদবাবু বলেন, ওই কো-অপারেটিভ নির্বাচনে আমাদের নিশ্চিত জয় হবে।
No comments