ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পুরস্কৃত হলেন পূর্ব মেদিনীপুর জেলার দুই খুদে ক্রিকেটারপূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া জগতের এক নাম হলদিয়া। হলদিয়া পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ড বাড়ঘাসীপুর মৌজায় অর্ধ নির্মিত স্টেডিয়া…
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পুরস্কৃত হলেন পূর্ব মেদিনীপুর জেলার দুই খুদে ক্রিকেটার
পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া জগতের এক নাম হলদিয়া। হলদিয়া পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ড বাড়ঘাসীপুর মৌজায় অর্ধ নির্মিত স্টেডিয়ামে পূর্ব মেদনীপুর জেলা দুই ক্ষুদে ক্রিকেটার সহ আরো অনেকে প্র্যাকটিস করতেন ব্লুস্টার ক্রিকেট কোচিং সেন্টারে। তারা দুইজন বেঙ্গল আন্ডার ১৫ এবং আন্ডার১৮ ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাদেরকে আজ কলিকাতা ধনধান্য অডিটোরিয়ামে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত হয়ে আপ্লুত হয়েছেন দুই ক্ষুদে ক্রিকেটার ওম কুমার দাস এবং শশাঙ্কদাস জানালেন ব্লু স্টার ক্রিকেট কোচিং সেন্টারে অন্যতম ক্রিকেট প্রশিক্ষক রাজুদাস। প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে দুই খুদে ক্রিকেটার কলিকাতার নবান্ন থেকে তারা অ্যাওয়ার্ড পাওয়াতে হলদিয়া ব্লুস্টার ক্রিকেট কোচিং সেন্টারে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী তারাও উদ্বুদ্ধ হলেন। ব্লুস্টার ক্রিকেট কোচিং সেন্টারে অন্যতম কর্ণধার ইব্রাহিম আলী জানান আমরা হলদিয়া কে ক্রীড়া জগতে অন্যতম একটি জায়গা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ক্যাম্পের উদ্যোগে সারা বছরই বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট করে থাকি বহু ছেলেমেয়েরা এখানে প্র্যাকটিস করেন তবে উপযুক্ত মাঠ না থাকায় সমস্যা হয়। তা সত্ত্বেও এই অর্দ্ধ নির্বিত স্টেডিয়ামে আমরা প্র্যাকটিস করছি। এবং আমাদের এই ক্যাম্পের বহু ছাত্র-ছাত্রী এখন বহু দেশ-বিদেশে খেলোয়াড় হিসেবে যোগদান করেছেন। তারা কখনো গোল্ড কখনো রূপও পদক পেয়েছেন তবে আমরা খুশি আমাদের এই ক্যাম্পে দুই খুদে ক্রিকেটার কলিকাতা আন্ডার ১৫ এবং আন্ডার ১৮ বয়সে ছেলে মেয়েদের কলিকাতায় ক্রিকেট কোচিং ক্যাম্পে তারা প্র্যাকটিস করবেন এবং বেঙ্গল এর হয়ে বিভিন্ন জায়গায় ক্যাপ্টেন হিসেবে তাদের দক্ষতা পরিচয় দেবেন।ক্রিকেট ক্লাবের সম্পাদিকা সুনিতা প্রসাদ শেখ তিনি বলেন আমরা আনন্দিত আমাদের ক্রিকেট ক্লাবের দুই খুদে ক্রিকেটার কলিকাতার ক্রিকেট ময়দানে দাঁপিয়ে বেড়াবে আমরা খুব খুশি । আমরা আগামী দিনে এই ক্যাম্প থেকে আরও বহু খেলোয়াড় বেঙ্গল ক্রিকেট টিমে অংশগ্রহণ করতে পারবে সে আশা রাখি।
No comments