প্রাকৃতিক দুর্যোগের কারণে হলদিয়ার কুঁকড়াহাটি ও টাউনশিপ ফেরিঘাটে আটকে পড়া দু'শতাধিক যাত্রীকে রাতে বাসে করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করল জেলা প্রশাসন
প্রাকৃতিক দুর্যোগের কারণে হলদিয়ার কুঁকড়াহাটি ও টাউনশিপ ফেরিঘাটে আটকে পড়া দু&…
প্রাকৃতিক দুর্যোগের কারণে হলদিয়ার কুঁকড়াহাটি ও টাউনশিপ ফেরিঘাটে আটকে পড়া দু'শতাধিক যাত্রীকে রাতে বাসে করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করল জেলা প্রশাসন
প্রাকৃতিক দুর্যোগের কারণে হলদিয়ার কুঁকড়াহাটি ও টাউনশিপ ফেরিঘাটে আটকে পড়া দু'শতাধিক যাত্রীকে শনিবার রাতে বাসে করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করল জেলা প্রশাসন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/KkpWq4zLYmg
এদিন সন্ধের পর হুগলি ও হলদি নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হলদিয়া থেকে রায়চক ও ডায়মন্ডহারবার ফেরির যাত্রীরা সমস্যায় পড়েন। ওই দুটি ফেরিতে যাওয়ার জন্য ১৩০ জন যাত্রী ছিলেন। এদিকে নন্দীগ্রাম যাওয়ার জন্য টাউনশিপ ফেরিঘাটে ৪০-৫০জন আটকে পড়েন। মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ও এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, ওই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে কলকাতার জন্য ৩টি এবং নন্দীগ্রামের জন্য ১টি সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ বাসগুলি রওনা দেয়। প্রশাসনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।
No comments