Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডিএম অফিসে বাস মালিকদের ডেপুটেশন!

ডিএম অফিসে বাস মালিকদের ডেপুটেশন!


সামনে পুজো শিল্পের দেবতা এবং বাঙালির দুর্গোৎসব মেতে উঠবে সকলেই। কিন্তু রাস্তায় টোটো অটো এবং পুলিশ এসটিএ পারমিট সব বিষয় নিয়ে ঝামেলার মধ্যে থাকতে হয় উইনিফায়েড বাস অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদে…

 



ডিএম অফিসে বাস মালিকদের ডেপুটেশন!



সামনে পুজো শিল্পের দেবতা এবং বাঙালির দুর্গোৎসব মেতে উঠবে সকলেই। কিন্তু রাস্তায় টোটো অটো এবং পুলিশ এসটিএ পারমিট সব বিষয় নিয়ে ঝামেলার মধ্যে থাকতে হয় উইনিফায়েড বাস অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের। এন এইচ এ আই টোল ট্যাক্স, ভাড়া সংশোধন, অটো ও টোটো পুলিশ, এসটিএ পারমিট ও সময়সূচী, ট্রাফিক ফাইন বিবিধ বিষয় নিয়ে পূর্ব মেদনীপুর জেলা ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট ডেপুটেশন ১২ই সেপ্টেম্বর বিকাল তিনটে সময় অনুষ্ঠিত হবে। সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন সকল  বাস মালিকদের আহ্বান জানিয়েছেন সাংগঠনের পক্ষ থেকে। 

পুজো এলেই চেকিং এর নাম করেই পুলিশের তৎপরতা থাকে। জাতীয় সড়কের উপর টোটো চালানো নিষেধ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বন্ধ করেছেন জেলা পুলিশ। সেই সকল টোটো এখন রাজ্য সরকারের রাস্তার উপর চলছে। বাস ছাড়ার আগেই টোটো, অটো সেই সকল প্যাসেঞ্জারদের তুলে নিচ্ছে সময় অনুযায়ী বাস চললেও বাসে প্যাসেঞ্জার চলে যাচ্ছে টোটো অটোতে। তার জন্যই ব্যবসায় বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুজো আসছে পুজো মণ্ডপে চাঁদা, টোটো অটো চালকদের দৌরাত্ম্য তার সাথে পাল্লা দিয়ে উঠতে পারছে না বাস মালিকরা। বাধ্য হয়ে পূর্ব মেদিনীপুর জেলা ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশন তারা ডিএম অফিস নিমতৌড়ি জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

No comments