মধ্যপ্রাচ্যে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিল হলদিয়া থেকে কন্টেনার জাহাজ
বেঙ্গল মিডিল ইস্ট এক্সপ্রেস সার্ভিসের পথচলা শুরু। পণ্য নিয়ে কন্টেইনারবাহী জাহাজ হলদিয়া বন্দর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে পৌঁছানোর জন্য চালু হলো এই সার্ভিস। বুধবার…
মধ্যপ্রাচ্যে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিল হলদিয়া থেকে কন্টেনার জাহাজ
বেঙ্গল মিডিল ইস্ট এক্সপ্রেস সার্ভিসের পথচলা শুরু। পণ্য নিয়ে কন্টেইনারবাহী জাহাজ হলদিয়া বন্দর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে পৌঁছানোর জন্য চালু হলো এই সার্ভিস। বুধবার ১১ ই সেপ্টেম্বর হলদিয়া থেকে যাত্রা শুরু করলো বি এম এক্সপ্রেস। এদিন এমভি ইয়ং উইক ইলেভেন নামে একটি কন্টেইনার বাহি জাহাজ হলদিয়া থেকে দুবাই জেবিএল আলিবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর ফলে ভারতের পূর্ব প্রান্তে সঙ্গে আরবের দেশগুলি সরাসরি যোগসূত্র বাড়বে এবং উপকৃত হবে রাজ্যে তথা পূর্ব ভারতের শিল্প সংস্থাগুলি।
No comments