‘ভারতীয় ন্যায় সংহিতায় নতুন ক্রিমিনাল আইনের বিষয় এবং আগামীদিনের চ্যালেঞ্জ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার
হলদিয়া ল’ কলেজে ‘ভারতীয় ন্যায় সংহিতায় নতুন ক্রিমিনাল আইনের বিষয় এবং আগামীদিনের চ্যালেঞ্জ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার হয়েছে। দিনভর …
‘ভারতীয় ন্যায় সংহিতায় নতুন ক্রিমিনাল আইনের বিষয় এবং আগামীদিনের চ্যালেঞ্জ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার
হলদিয়া ল’ কলেজে ‘ভারতীয় ন্যায় সংহিতায় নতুন ক্রিমিনাল আইনের বিষয় এবং আগামীদিনের চ্যালেঞ্জ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার হয়েছে। দিনভর ওই সেমিনারে নতুন ক্রিমিনাল ল’-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য মধুমতী মিত্র, অবসরপ্রাপ্ত বিচারপতি তৌফিকউদ্দিন, গোয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব লিগ্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক অরিন্দম চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সের অ্যাসেসিয়েট প্রফেসর সরফরাজ আহমেদ খান ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ডিন দেবশ্রী মুখোপাধ্যায়। ল’কলেজের উদ্যোগে আয়োজিত সেমিনারে হলদিয়া মহকুমা আদালতের আইনজীবী ও পাঁচশোর বেশি আইনের পড়ুয়া অংশ নেন। সেমিনারের সূচনা করে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ বলেন, কলেজের পড়ুয়াদের জন্য কর্তৃপক্ষ এই কর্মশালা আয়োজন করেছে। সেমিনারের সূচনা অনুষ্ঠানে কলেজের ভাইস চেয়ারম্যান সুদীপ্ত শেঠ, হলদিয়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিমলকুমার মাজি উপস্থিত ছিলেন। দেশের নামী অধ্যাপক, প্রবীণ আইন বিশেষজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন দিশা দেখালেন। আইন বিশেষজ্ঞরা জানান, নতুন আইনে অনলাইনে এফআইআর করার সুযোগ রয়েছে। খুন, ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক অপরাধ, কর্পোরেট ক্রিমিনাল আইনের নতুন ধারা নিয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়েছে।
No comments