Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মঙ্গলের আড্ডা ও বই প্রকাশ হল হৃদয়ের কথা প্রকাশনীতে

মঙ্গলের আড্ডা ও বই প্রকাশ হল হৃদয়ের কথা প্রকাশনীতে 
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃকলকাতায় কলেজ রো এলাকায় হৃদয়ের কথা প্রকাশনীতে ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। হৃদয়ের কথা প্রকাশনীর সম্পাদক ও প্রকাশক গৌতম আচার্যর পরিচালনায় অ…

 




মঙ্গলের আড্ডা ও বই প্রকাশ হল হৃদয়ের কথা প্রকাশনীতে 


সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃকলকাতায় কলেজ রো এলাকায় হৃদয়ের কথা প্রকাশনীতে ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

হৃদয়ের কথা প্রকাশনীর সম্পাদক ও প্রকাশক গৌতম আচার্যর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন বিক্ষ্যত কথা সাহিত্যিক শ্রী সাধন চট্টোপাধ্যায় ও বিক্ষ্যত কবি ও নাট্যকার শ্রী আরণ্যক বসু। এ সময় ছয়টি বইয়ের লেখক সহ উপস্থিত ছিলেন বাংলাদেশের মানবিক সমাজকর্মী কবি সৈয়দ খায়রুল আলম,পুলক কুমার রায়,সোনিয়া রায়,ঊষারঞ্জন দত্ত, সংগীতা দাস সহ বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক প্রমুখ। 

যেসকল কবিদের বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে তারা হলেন অপবাদের অগ্নিমন্থন, কবি উষা রঞ্জন দত্ত,হোমিও প্যাথিক চিকিৎসা (প্রথম খন্ড), কবি পুলক কুমার রায়, ড্রাই বাইট, কবি অনিন্দ্য শঙ্কর রায়, অভিমানিক গাদুদা, কবি দেবমাল্য কর,উৎসারিত আলো,কবি অমিত দাস, উপনিষদের কথাগল্প, কবি নির্মল কান্তি দাস।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে হৃদয়ের কথা প্রকাশনীর সম্পাদক ও প্রকাশক গৌতম আচার্যকে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার বিশেষ সন্মাননা স্মারক প্রদান করেন সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম সহ অন্যান্য অতিথিরা।

No comments