পুলিশের নাকা চেকিং এর সময় উদ্ধার হলো গাঁজা
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে প্রত্যেক থানা এলাকায় চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এবং স্কুলে স্কুলে বাল্যবিবাহ সহ একাধিক প্রচার অভিযান। তারি সাথে বিভিন্ন জায়গায় চলছে নাকা …
পুলিশের নাকা চেকিং এর সময় উদ্ধার হলো গাঁজা
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে প্রত্যেক থানা এলাকায় চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এবং স্কুলে স্কুলে বাল্যবিবাহ সহ একাধিক প্রচার অভিযান। তারি সাথে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। ৩১ শে জুলাই বুধবার সকালে কোলাঘাটে বীট হাউস থানা এলাকায় নাকা চেকিং এর সময় উদ্ধার হল প্রায় ৩০০ কিলো বেশি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায় কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় কোলাঘাট কোল্ডস্টোরেজ মোড়ে একটি পিকআপ ভ্যান গাড়িতে চেকিং করে কোলাঘাট বীট হাউস থানার পুলিশ। সেখানেই থেকেই উদ্ধার বিপুল পরিমাণের গাঁজা। গাড়িসহ ডাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট বীট হাউস থানাতে। ইতিমধ্যেই ড্রাইভারকে গ্রেফতার করেছে কোলাঘাট বীট হাউস থানার পুলিশ। জানাগেছে গ্রেফতার হওয়া গাড়ির চালকের নাম মিলন মাইতি, বাড়ি ময়নায় বলে জানাগেছে।
No comments