Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 21, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

কারখানায় নকল মহড়া

কারখানায় নকল মহড়া
শিল্প শহর এলাকায় বিভিন্ন বাজার এবং কারখানার গেটের সামনে আগুন লাগার ঘটনা প্রায় লেগেই থাকতো। আর তার জন্য দিনরাত এক করে পুলিশ এবং দমকল বিভাগ কাজ করে গেছেন। বিভিন্ন কারখানার ভিতরে আগুন লাগলে তৎক্ষণাৎ কিভাবে নিজের…

 



কারখানায় নকল মহড়া


শিল্প শহর এলাকায় বিভিন্ন বাজার এবং কারখানার গেটের সামনে আগুন লাগার ঘটনা প্রায় লেগেই থাকতো। আর তার জন্য দিনরাত এক করে পুলিশ এবং দমকল বিভাগ কাজ করে গেছেন। বিভিন্ন কারখানার ভিতরে আগুন লাগলে তৎক্ষণাৎ কিভাবে নিজের রক্ষা পাবে এবং অপরকে রক্ষা করবে তার জন্য নকল মহড়া মকড্রিল হলো হলদিয়া পেট্রো কেমিক্যাল কারখানায় । সূত্রে জানা যায় উপস্থিত ছিলেন  পুলিশ আধিকারিক এবং বিপর্যয় মোকাবেলার টিম সহ একাধিক অফিসার। সকলের উপস্থিতিতে এই মক ড্রিল সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন হলদিয়া ভবানীপুর থানা অফিস ইনচার্জ ইমরান মোল্লা ও দমকল বিভাগ এবং হলদিয়া পেট্রো কেমিক্যালসে বিভিন্ন আধিকারিক বৃন্দ।

No comments