ফের রেল দুর্ঘটনার কবলে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেনএনজিপি থেকে রাঙাপানির দিকে যাওয়ার পথে তেলের ট্যাংকার বোঝাই মালগাড়ি দুর্ঘটনার কবলে। লাইনচ্যুত তেল বোঝাই কন্টেনার মালগাড়ি। সূত্রে জানা যায় , সেই সময় পাস থেকে যাচ্ছ…
ফের রেল দুর্ঘটনার কবলে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন
এনজিপি থেকে রাঙাপানির দিকে যাওয়ার পথে তেলের ট্যাংকার বোঝাই মালগাড়ি দুর্ঘটনার কবলে। লাইনচ্যুত তেল বোঝাই কন্টেনার মালগাড়ি। সূত্রে জানা যায় , সেই সময় পাস থেকে যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। এনজেপি স্টেশনের এর কাছেই রাঙাপানিতে তেল বোঝাই মালগাড়ি লাইনচ্যুত।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/OUjF9Xlvq78
প্রসঙ্গত,মাস দেড়েক আগেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। আবার একই জায়গা প্রায়। মাস দেড়েক পর, ফের ফাঁসিদেওয়ার রাঙাপানিতে ঘটে গেল রেল-দুর্ঘটনা। আবারও লাইনচ্যুত হল ট্রেন। এবার মালগাড়ি। গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনে বরাবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয়। আর তারপরই সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বই-হাওড়া এক্সপ্রেস ট্রেনের ১৮ টি বগি। আবারও লাইনচ্যুত হল মালগাড়ি।
সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।
No comments