তিলোত্তমার হয়ে সুপ্রীম কোর্টে দেখা যাবে নির্যাতিতার পরিবারের হয়ে লড়াই করবেন বৃন্দা গ্রোভার৩০তারিখ তিলোত্তমার হয়ে সুপ্রীম কোর্টে দেখা যাবে নির্যাতিতার পরিবারের হয়ে লড়াই করবেন বৃন্দা গ্রোভার। যদি আপনারা বাংলার মিডিয়া দেখেন …
তিলোত্তমার হয়ে সুপ্রীম কোর্টে দেখা যাবে নির্যাতিতার পরিবারের হয়ে লড়াই করবেন বৃন্দা গ্রোভার
৩০তারিখ তিলোত্তমার হয়ে সুপ্রীম কোর্টে দেখা যাবে নির্যাতিতার পরিবারের হয়ে লড়াই করবেন বৃন্দা গ্রোভার। যদি আপনারা বাংলার মিডিয়া দেখেন তাহলে এতক্ষণে এটা জেনে গেছেন। কিন্তু এর সঙ্গে আরেকটা কথা কিছু মিডিয়া ভাসিয়ে দিচ্ছে যে নির্যাতিতার পরিবার এই মামলায় বিকাশ বাবুর জায়গায় বৃন্দা গ্রোভারকে নিযুক্ত করেছেন। যেটা সম্পূর্ণ মিথ্যাচার। আজ তাই সেকথাই বলব।
বামেরা কোর্টে কিংবা কোর্টের বাইরে নির্যাতিতার হয়ে লড়াই করছে এটা সাধারণ মানুষের কাছে পৌঁছালে এত কষ্ট করে মিডিয়ার তৈরী সাধের বাইনারি সমস্যার মুখে পরতে পারে তাই তারা রটিয়ে দিচ্ছে বিকাশ বাবুর জায়গায় বৃন্দা গ্রোভার লড়বেন। নির্যাতিতার পরিবার মধ্যবিত্ত পরিবার তার উপর এখন ওনাদের যে মানসিক অবস্থা তাতে ওনারা দিল্লী গিয়ে বৃন্দা কে নিযুক্ত করছেন এটা আপনি বিশ্বাস করেন? ইন্দিরা জয়সিং, বৃন্দা গ্রোভার এনারা বহু মামলা বিনা পারিশ্রমিকে লড়েন । নির্ভয়ার মামলাও ওনারা বিনা পারিশ্রমিকেই লড়েছিলেন আর এটাও লড়ছেন বিনা পারিশ্রমিকেই ।
এই বৃন্দা গ্রোভারকে যিনি এই মামলায় যুক্ত করেছেন তাঁর নাম বৃন্দা কারাত। হ্যাঁ , বৃন্দা কারাত। বিকাশ বাবু কলকাতা থেকে মনিটরিং করবেন আর সামনে থেকে গ্রোভার লড়বেন সঙ্গে সব্যসাচী চ্যাটার্জী আর বিক্রম ব্যানার্জী থাকবেন। বিকাশ বাবু এই মামলায় বিনা পারিশ্রমিকেই লড়াই করবেন বৃন্দা গ্রোভার কে সঙ্গে নিয়ে।
No comments