প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কাঁথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ বাধিয়ায় বন্যা দুর্গত এলাকায়।১) বাধিয়ায় বন্যা দুর্গত এলাকায় DPSC চেয়ারম্যান হাবিবুর রহমান। ২) বাধিয়ায় বন্য…
প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ
কাঁথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ বাধিয়ায় বন্যা দুর্গত এলাকায়।
১) বাধিয়ায় বন্যা দুর্গত এলাকায় DPSC চেয়ারম্যান হাবিবুর রহমান।
২) বাধিয়ায় বন্যা দূর্গতদের পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন।
বন্যা দুর্গত এলাকায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে এলো শিক্ষক সংগঠন। বাড়িয়ে দাও তোমার হাত এই ভাবনাকে পাথেয় করে বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল শিক্ষকরাও। পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার সাথে সাথে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের প্রায় পাঁচটি গ্রাম বন্যা কবলিত। সুবর্ণরেখার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
কাঁথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রামনগর চক্রের অন্তর্গত বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। উপস্থিত ছিলেন DPSC চেয়ারম্যান হাবিবুর রহমান । জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সার্কেল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে । বাধিয়া প্রাথমিক বিদ্যালয় সহ বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী প্রদান করার পাশাপাশি আগামী দিনে যে সকল ছাত্র-ছাত্রীদের পড়াশুনা সামগ্রী নষ্ট হয়েছে তাদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার বার্তা দেন DPSC চেয়ারম্যান হাবিবুর রহমান।
বাধিয়া অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রামনগর চক্র দিঘা চক্র সহ কাঁথি সাংগঠনিক শিক্ষক সংগঠন রা। প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন বাধিয়ার বন্যা দুর্গত এলাকায়। রামনগর চক্রের শিক্ষক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ মহাপাত্র ও মিরগোদা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র, ও শিক্ষক শৈবাল জানা।
বাদিয়ার বন্যা দুর্গত এলাকার সাথে সাথে পাঁশকুড়ার বন্যা দুর্গত এলাকার জন্য শিক্ষক সংগঠনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এমনটাই বার্তা দেওয়া হয় সংগঠনের তরফ থেকে।
শিক্ষকরা শুধু পঠন পাঠন নয় তার সাথে সাথে অসহায় মানুষের পাশে এইভাবে দাঁড়াচ্ছে। এই পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। আগামী দিনে ছাত্র-ছাত্রীরা যাতে বন্যায় কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
No comments