কবিতার ফেরিওয়ালা ৭৮ তম বয়সে কবিতা লিখে সকলের মন জয় করছে- সবুজপূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা, সংস্কৃতি জেলা। ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ সুতাহাটা হলদিয়া মহিষাদল সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকার স্বাধীনতা স…
কবিতার ফেরিওয়ালা ৭৮ তম বয়সে কবিতা লিখে সকলের মন জয় করছে- সবুজ
পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা, সংস্কৃতি জেলা। ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ সুতাহাটা হলদিয়া মহিষাদল সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকার স্বাধীনতা সংগ্রামীদের পথ চলা। বর্ণপরিচয় এর স্রষ্টা মেদিনীপুরের গর্ব সারা ভারতবর্ষে একটাই নাম বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগরের মেদিনীপুরে ৭৮ বছর বয়সে এখনো কাগজের টুকরো পেলেই লেখালেখি শুরু করে দেয় কবিতা আর লিখেই পথ চলতি মানুষের হাতে গুঁজে দিয়ে বলে তুমি এটা পড়ো।
আর্থিক স্বচ্ছতা না থাকার জন্য মাত্র তিন খানা বই প্রকাশ করেছেন । আগামী দিনে বই প্রকাশ করার ইচ্ছা রয়েছে।মহিষাদল বিধানসভার অন্তর্গত সবুজ চক্রবর্তী তিনি কবিতা পাগল। কবিতা যেমন লেখেন আর কবিতা পাঠের উপস্থাপনা সকলের মন জয় করে নেয় সবুজ চক্রবর্তী। তিনি বলেন বর্তমান সমাজে সামাজিক শিক্ষার অবক্ষয় ঘটেছে সেই সামাজিক শিক্ষার অবক্ষয় থেকে মুক্ত করতে তিনি বই প্রকাশ করেছেন এবং কবিতা লিখে সকলের কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন অনেকে বই কিনতে পারেনা খুব গরীব কিন্তু তাদের মধ্যে রয়েছে সাহিত্যের ভাব। কবিতা পড়তে ভালোবাসে তাদের জন্যই আমি কাগজের টুকরোতে কবিতা লিখে সকলকেই বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। যাতে সকলের মধ্যে সাহিত্যের গভীরতা গিয়ে সাহিত্যবোধ সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করার যায় তারই জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা ।
No comments