পরিবেশ রক্ষার বার্তা দিলেন আইওসি এমপ্লয়িজ পুজো মণ্ডপহলদিয়া বিশ্বকর্মা পুজোর জনসমুদ্র রাত ভোর মন্ডপে মন্ডপে ভিড়। হলদিয়ায় বিশ্বকর্মা পুজায় জনসমুদ্র। ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/UeCba4JzXUkপেট্রকেম, আইওসি রিফাইনারি, ধ…
পরিবেশ রক্ষার বার্তা দিলেন আইওসি এমপ্লয়িজ পুজো মণ্ডপ
হলদিয়া বিশ্বকর্মা পুজোর জনসমুদ্র রাত ভোর মন্ডপে মন্ডপে ভিড়। হলদিয়ায় বিশ্বকর্মা পুজায় জনসমুদ্র।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/UeCba4JzXUk
পেট্রকেম, আইওসি রিফাইনারি, ধুনসেরি ইন্দোরামা, এমসিপিআইয়ের মতো শিল্পশহরের নামী কারখানাগুলির গেটে পুজো মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। গত দু’দিন আগের দুর্যোগের তাণ্ডব এখন অতীত। এদিন ১৭ ই সেপ্টেম্বর সকাল থেকে রোদ ঝলমলে আকাশ মানুষকে টেনে আনে পুজো প্রাঙ্গণে। রোদের মধ্যেই ছাতা মাথায় মণ্ডপ দেখতে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। বিকেল থেকে রাস্তায় টোটো, অটোর দাপটে রীতিমতো শহরে যানজট লেগে যায়। দুপুর থেকেই পরিবারের লোকজনকে টোটো ভাড়া করে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন অনেকেই।
১৭ ই সেপ্টেম্বর আইওসি এমপ্লয়িজ বিশ্বকর্মা পুজো কমিটির মণ্ডপে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর সূচনা করেন সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল। এদিন পুজো উপলক্ষ্যে সামাজিক দায়বদ্ধ প্রকল্পে হলদিয়া পুরসভার হাতে ৬টি জলের ট্যাঙ্ক সহ গাড়ি তুলে দেয় আইওসি রিফাইনারি। এছাড়া স্কুল পড়ুয়াদের ব্যাগ, শ্রমিকদের সুটকেস ও বিশেষ ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেফটি স্যুট দেওয়া হয়। আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর বলেন, আইওসি কর্তৃপক্ষ এই প্রথম কারখানার ভিতরে কাজের জন্য ৫০ জন মহিলা শ্রমিক নিয়োগ করেছে। গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া পরিবেশকে দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জনের অভিনব উদ্যোগ নিলেন হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ পূজো মন্ডপ। ভোগপ্রসাদ খাওয়ার জন্য কয়েক হাজার মাটির মালসায় দেওয়া হবে ভোগ । জানালেন পুজো কমিটির সম্পাদক জন্মেজয় মান্না।
No comments