Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বকর্মার আরাধনায় পরিবেশ বাঁচানোর বার্তা দিল হলদিয়ার রেনুকা সুগার কারখানা কর্তৃপক্ষ

বিশ্বকর্মার আরাধনায় পরিবেশ বাঁচানোর বার্তা দিল হলদিয়ার রেনুকা সুগার কারখানা কর্তৃপক্ষশিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনায় পরিবেশ বাঁচানোর বার্তা দিল হলদিয়ার রেনুকা সুগার কারখানা কর্তৃপক্ষ। বিশ্বকর্মা পুজোর মণ্ডপ, উদ্বোধন থেকে আনন্দ…

 



বিশ্বকর্মার আরাধনায় পরিবেশ বাঁচানোর বার্তা দিল হলদিয়ার রেনুকা সুগার কারখানা কর্তৃপক্ষ

শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনায় পরিবেশ বাঁচানোর বার্তা দিল হলদিয়ার রেনুকা সুগার কারখানা কর্তৃপক্ষ। বিশ্বকর্মা পুজোর মণ্ডপ, উদ্বোধন থেকে আনন্দ অনুষ্ঠান, সবই পরিবেশ সচেতনতার ভাবনা নিয়ে তৈরি হয়েছে। পরিবেশ রক্ষায় প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো, পুনরায় ব্যবহার, পুনরুদ্ধারের অভ্যাস গড়ে তোলার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ বিষয়ক এই ভাবনা প্রতিফলিত হয়েছে রেনুকা সুগার কারখানার মণ্ডপসজ্জায়। তাদের এবারের পুজোর থিম ‘চিরন্তন পৃথিবী’। সংস্থার ভাইস প্রেসিডেন্ট বরুণ সারগি ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন হলদিয়ার নামী শিল্পী বিশ্বজিৎ মণ্ডল। 

চিত্র ও টেরাকোটা শিল্পী বিশ্বজিতের হাতের ছোঁয়ায় সামান্য উপকরণগুলি দৃষ্টিনন্দন শিল্প হয়ে উঠেছে। দুর্গাপ্রতিমার চালচিত্রের আঙ্গিকে তৈরি হয়েছে মণ্ডপ। সেই চালচিত্রে জল, জঙ্গল ও পৃথিবীর ভূ-ভাগের সম্পদগুলিকে পটচিত্রের মাধ্যমে পুনরায় ব্যবহারের বার্তা দিয়েছেন। এরজন্য নানা ধরনের সজীব গাছও অভিনব কায়দায় ব্যবহার করেছেন মণ্ডপসজ্জায়। মণ্ডপে লোকআঙ্গিক ব্যবহার করে প্রতীকীভাবে পৃথিবীর চিরন্তন রূপ ও সমৃদ্ধির ছবি ফুটিয়ে তুলেছেন। আলোর ব্যবহারে রাতের মণ্ডপ হয়ে উঠেছে আরও মোহময়। মঙ্গলবার রেনুকা সুগারের পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট বরুণ ষড়ঙ্গি, প্রাক্তন পুর চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক শিশির মণ্ডল, পরিবেশ আন্দোলনের নেত্রী শুচিস্মিতা মিশ্র প্রমুখ। শুধু পরিবেশ ভাবনার মণ্ডপ নয়, এদিন উদ্বোধনী অনুষ্ঠানও পরিবেশ সচেতনতার সুরে বাঁধা ছিল। হলদিয়ার বিজ্ঞান আন্দোলনের দুই মুখ শুচিস্মিতা মিশ্র ও রায়পদ কর শিল্পসংস্থাকে পরামর্শ দেন। শিল্প সংস্থাকে সঙ্গে নিয়ে যৌথভাবে দূষণ সচেতনতার কাজে নামার বার্তা দেন তাঁরা। 

শুচিস্মিতা বলেন, পরিবেশ বাঁচিয়েই পৃথিবীতে সুস্থায়ী ও টেকসই উন্নয়ন করতে হবে। এই ভাবনার প্রচারে রেনুকা সুগার পুজো কমিটি এগিয়ে এসেছে। এটিই শিল্পশহরের পুজোয় নতুনত্ব। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা বলেন, বিশ্বকর্মা পুজোয় শ্রমিক কর্মচারী ও তাঁদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এভাবে পুজো উদ্বোধনে পরিবেশ ভাবনার বার্তা বহু মানুষের কাছে পৌঁছবে। 



No comments