৪০ তম বর্ষের হলদিয়া দমকল দপ্তরের বিশ্বকর্মা পূজাপূর্ব মেদিনীপুর জেলা বিভিন্ন মহকুমার এলাকায় রয়েছে দমকল দপ্তর কিন্তু গুরুত্বপূর্ণ শিল্প-সহ হলদিয়া চিরঞ্জিবপুরে এই দমকল দপ্তর প্রায় ৪০ তম বর্ষে পদার্পণ করেছে। এবং তারই সাথে বিশ্ব…
৪০ তম বর্ষের হলদিয়া দমকল দপ্তরের বিশ্বকর্মা পূজা
পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্ন মহকুমার এলাকায় রয়েছে দমকল দপ্তর কিন্তু গুরুত্বপূর্ণ শিল্প-সহ হলদিয়া চিরঞ্জিবপুরে এই দমকল দপ্তর প্রায় ৪০ তম বর্ষে পদার্পণ করেছে। এবং তারই সাথে বিশ্বকর্মা পুজো ৪০ তম বর্ষ। পুজোকে কেন্দ্র করে মহামিলনের মিলন উৎসবে পরিণত হয় । যারা অবসর নিয়েছেন বর্তমান সকলের পরিবারকে এক করে এই মিলন উৎসবে ভাগ করে নেন সকলেই। বাবা বিশ্বকর্মা পুজো এবং মিলন উৎসবে কেন্দ্র করে প্রায় তিন হাজার নর নারায়ন সেবার উদ্যোগ নেয় দমকল দপ্তর আধিকারিক বৃন্দ। মাঙ্গলিক পূজা অর্চনায় সকলে আনন্দে থাকার বার্তা দিলেন এবং শিল্প শহরে সকল দর্শণার্থী এবং সকল ব্যবসায়ীদের বার্তা দিলেন হলদিয়া দমকল দপ্তরের অফিস ইনচার্জ তারকেশ রজ্ঞন সিনহা। তিনি বলেন নিয়ম মেনে আগুনকে দূরে রেখে সকলে মন্ডপ দেখুন যারা অস্থায়ী দোকান পেতেছেন যাতে কোন রকমের দুর্ঘটনা না ঘটে তার সচেতন ভাবে উনুন জ্বালানোর বার্তা দিলেন ।
No comments