স্কুলের ছাত্রীদের আত্মরক্ষা জন্য কিকবক্সিং ক্যাম্প
মেয়েরা পাচ্ছে নিরাপত্তা? রাস্তায়, ঘরে, শিক্ষা কেন্দ্রে অথবা কর্মসংস্থানে। যদি নিরাপত্তা পেত তাহলে আর জি করের মতো এই ধরনের ঘটনা ঘটত না।
যা সারা দেশ এখন উত্তাল সকলে তাকিয়ে রয়েছে…
স্কুলের ছাত্রীদের আত্মরক্ষা জন্য কিকবক্সিং ক্যাম্প
মেয়েরা পাচ্ছে নিরাপত্তা? রাস্তায়, ঘরে, শিক্ষা কেন্দ্রে অথবা কর্মসংস্থানে। যদি নিরাপত্তা পেত তাহলে আর জি করের মতো এই ধরনের ঘটনা ঘটত না।
যা সারা দেশ এখন উত্তাল সকলে তাকিয়ে রয়েছে বিচার ব্যবস্থার দিকে তদন্ত কি হবে? সেলফ ডিফেন্স মাথায় রেখে স্কুলের -ছাত্রীদের আত্মরক্ষার জন্য কিকবক্সিং ক্যাম্প দুদিনের শুরু হল হলদিয়া বাসুদেবপুর কন্যা মিলন বালিকা বিদ্যালয়ে। আজ ছিল প্রথম দিন স্কুলের নিজস্ব প্রায় ৩০০ জন ছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।
স্কুলের প্রধান শিক্ষিকা মায়া বাড়ই এবং ক্যাম্পের সহ-সভাপতি কেকা মন্ডল উপস্থিত ছিলেন ক্যারাটে সংগঠনের অন্যতম সংগঠক জেলা সভাপতি শিবনাথ সরকার তিনারা বলেন কিকবক্সিং একটি মার্শাল আর্টের গ্রুপ এবং স্ট্যান্ড আপ যুদ্ধ খেলা যেটি ঘুষি ও লাথির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, ঐতিহাসিকভাবে উন্নতি লাভ করেছে কারাতে, মুই থাই ও বক্সিং থেকে। কিকবক্সিং আত্মরক্ষা, সাধারণ ফিটনেস এবং সংস্পর্শের খেলা হিসেবে খেলা হয়। ক্যারাটে এবং কিক বক্সিং মেয়েদের মধ্যে যদি আত্ম অনুশীলন করা থাকে তাহলে রাস্তায় অফিসে যে কোন জায়গায় নিজেরা সেলফ ডিফেন্স হিসাবে কাজ করতে পারবে।
No comments