শিল্প শহর হলদিয়ায় সমবায় নির্বাচনে সব আসনেই তৃণমূল জয়ী, উড়লো সবুজ আবির দলের টিকিটের জয়ী হলেন প্রভাতী!
বিধায়ক ও সাংসদ বিজেপির তার পরেও সমবায় নির্বাচনে সব আসনেই জয়লাভ করলো শাসকদল তৃণমূল সমর্থীত প্রার্থীরা। খাতা খুলতে পারলো না বিজে…
শিল্প শহর হলদিয়ায় সমবায় নির্বাচনে সব আসনেই তৃণমূল জয়ী, উড়লো সবুজ আবির দলের টিকিটের জয়ী হলেন প্রভাতী!
বিধায়ক ও সাংসদ বিজেপির তার পরেও সমবায় নির্বাচনে সব আসনেই জয়লাভ করলো শাসকদল তৃণমূল সমর্থীত প্রার্থীরা। খাতা খুলতে পারলো না বিজেপি ও সিপিএম। ফল প্রকাশের পর সবুজ আবিরে মেতে উঠলেন তৃণমূল নেতৃত্বরা।
উল্লেখ করা যায় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপি কর্মীরা কিন্তু পরে মনোনয়নপত্র তুলে নিয়েছেন।
উলেখ্য হলদিয়া আরবান কো-অপারেটিভের হলদিয়া মহকুমায় মোট ৬টি জোন। যার মোট আসন ৩৩ টি। পূর্বেই চারটি জোনে নির্বাচন ছাড়াই প্রার্থীরা জয়ী হয়েছেন।
দীর্ঘ ২৪ বৎসর পর হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন ঘিরে সকাল থেকে টানটান উত্তেজনা। সূত্রে জানা যায় নন্দীগ্রাম জোন মহিষাদল এবং হলদিয়া উন্নয়ন ব্লক এবং ১২ থেকে ২৯ নম্বর জোনে পুরুষ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। আজ এক নম্বর সুতাহাটা চৈতন্যপুর, কুকড়াহাটি, আশদ তলিয়া অঞ্চল নিয়ে ১নং জোনে এবং দুর্গাচক ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড জোনে নির্বাচন অনুষ্ঠিত হয় বেলা ১১ টা থেকে তিনটে পর্যন্ত চলে নির্বাচন।
দীর্ঘ ৪৭ তম বর্ষের এই কো- অপারেটিভ। প্রায় ২৪ বছর পর এই কো-অপারেটিভ নির্বাচন হচ্ছে। বাম আমল থেকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের এই সময় মিলে প্রায় ২৪ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
তবে অনেক ভোটাররা বললেন ভোট হচ্ছে ভালো কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ভোটারদের জানানোর একবার ইচ্ছা প্রকাশ করল না। সব কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ? আমরা সদস্য হয়েছিলাম কোন রাজনৈতিক দলের মোহিত হয়ে সদস্য হইনি। কিন্তু ভোট এলেই রাজনৈতিক নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় ভোটের খসড়া ভোটার তালিকা। ভোটের দিন এলেই প্রার্থীরা বাড়ি বাড়ি গেলেই তবেই জানা যায়। অনেক সদস্যরা বললেন আমরা জানতেই পারলাম না নমিনেশন কবে শুরু হল? কবে শেষ হল? কে বা প্রার্থী হয়েছে? কাকে ভোট দেবো আগামী দিনে ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ করতে হয় । তাহলে সদস্যদের ডেকে সাধারণ সভা করে এই ধরনের ভোটাধিকার প্রয়োগের জন্য সিদ্ধান্ত নিলে ভালো। না হলেই দীর্ঘ ২৪ বছর পরে ভোট হচ্ছে দেখা যাবে আবার কয়েক বছর পরে ভোট হবে তার কোন ঠিক-ঠিকানা থাকবে না। স্বচ্ছতা নিয়ে আসুক ব্যাংক কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, হলদিয়া মহকুমার এলাকায় ৩৩ টি আসন রয়েছে। হলদিয়া আরমান কো অপারেটিভ মোট ভোটার ৬ ৮০০ জন। মোট প্রার্থী ৩৩ জন নির্বাচিত হবে। তার মধ্যে ডাইরেক্টর হবে ১২ জন। মোট ছয়টি জোনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে একটি জোন গুয়াবেড়িয়া, আশদতলিয়া, কুকড়াহাটি, এবং চৈতন্যপুর নিয়ে ১ নং জোন। দ্বিতীয় জোন দুর্গাচক তার মধ্যে হোড়খালি জয়নগর এবং হলদিয়া পৌরসভার ১ থেকে ১১ নম্বর ওয়ার্ড। তৃতীয় জোন ১২ থেকে ২৯ নম্বর ওয়ার্ড। হলদিয়া বিধানসভা এলাকায় মোট তিনটি জোন।
এছাড়া মহিষাদল বিধানসভা এলাকায় দুটি জোন রয়েছে। প্রথমজন মহিষাদল ব্লকের ১১ টি অঞ্চল কে নিয়ে। আরেকটি হচ্ছে হলদিয়া উন্নয়ন ব্লকে চারটি পঞ্চায়েত কে নিয়ে যেমন দেউলপোতা , চকদ্বীপা, দেভোগ এবং বাড় উত্তর হিংলী। এবং সর্বশেষ নন্দীগ্রামে একটি জন এই মোট ছটি জোন ৩৩ জন প্রার্থী নির্বাচিত হবেন। তার মধ্যে ১২ জন ডাইরেক্টর নির্বাচন হবে।হলদিয়া পৌরসভার ১২ থেকে ২৯ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা তৃণমূল কংগ্রেসের দুজনই ছিলেন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় প্রভাতী ভূঁইয়া পেয়েছে ২৩৯টি চম্পা মাঝি ভোট পেয়েছে ৩২ টি। দুজনে শাসক দলের কর্মী হলেও প্রভাতীভাইয়া শাসক দলের টিকিটের নির্বাচিত হলেন ২৩৯ টি ভোট পেয়ে।
তবে এবার এই নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরাই বোর্ড গঠন করবে। বোর্ডের ডাইরেক্টর এবং চেয়ারম্যান কে হবে সে নিয়ে দলের অন্দরে চলছে গুঞ্জন।
No comments