রাম ছেড়ে দিল ময়দান তৃণমূলের গৃহযুদ্ধ দেখে সতর্ক বামপূর্ব মেদিনীপুর জেলার গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল ভালো ফল করলেও বাম, রাম বিভিন্ন জায়গায় তারা অনেক ভালো ফল করেছিল। কিন্তু সদ্য লোকসভা নির্বাচনে শাসক দল সাধারণ মানুষে…
রাম ছেড়ে দিল ময়দান তৃণমূলের গৃহযুদ্ধ দেখে সতর্ক বাম
পূর্ব মেদিনীপুর জেলার গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল ভালো ফল করলেও বাম, রাম বিভিন্ন জায়গায় তারা অনেক ভালো ফল করেছিল। কিন্তু সদ্য লোকসভা নির্বাচনে শাসক দল সাধারণ মানুষের মন জয় করতে পারেনি। রামের জয় লাভ হয়েছে। বামের প্রচার থাকলেও সুবিধা করতে পারল না। লোকসভা নির্বাচনের পর জেলায় অনেকগুলি সমবায় নির্বাচন হয়েছে সেখানে কোথাও বাম কোথাও ডান কোথাও শাসক দল জয় লাভ করেছে। একদিকে আরজিকর কান্ড অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সম্মিলিয়ে বামেরা রাজনৈতিকগতভাবে রয়েছে এগিয়ে। গত লোকসভা নির্বাচনে শাসক দলের ভরাডুবির পর যদিও দলীয়ভাবে সংগঠন সাজানোর জন্য চেয়ারের পরিবর্তন আনা হবে বলে জানা গিয়েছিল কিন্তু আরজিকর কান্ড নিয়ে এখন শাসক দল চুপচাপ। এই আবহাওয়াতেই শিল্পতালুকে হলদিয়া আরমান কোঅপারেটিভ নির্বাচন। নমিনেশন বিজেপি কর্মীরা দিলেও উইথড্রো করে নেয় সূত্রে জানা যায় মূলত এই কোপারেটিভ নির্বাচন হচ্ছে শাসক দল এবং সিপিআইএম সমর্থিত প্রার্থীদের মধ্যে তারই মধ্যে হলদিয়া ১২ থেকে ২৯ নম্বর ওয়ার্ড ৩ নং জোন সেই জোনে ভোট নিয়ে এখন তুলকালাম। এই জোন এলাকায় মহিলা সংরক্ষিত একটি আসন রয়েছে। এই আসনে দুজন মহিলা শাসক দল তৃণমূল কংগ্রেসে পরিবারের একজন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেত্রী, আর একজন শাসক দল তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতির স্ত্রী দুজনকে শাসক দল নমিনেশন করিয়েছিল। নমিনেশন প্রত্যাহারের দিন দুজনকেই ডাকা হলে একজন উপস্থিত ছিলেন না।
শাসক দলের নেতাদের গোসা হয়ে গেল অথবা যে গেলেন না আশঙ্কা রয়ে গেল হয়তো বিরোধীদের সঙ্গে আতাত করছে। আর সেজন্যই দুজনেই রয়ে গেল আজ শাসকদলের দুই মহিলার প্রতিদ্বন্দ্বি প্রকাশ্যে। শাসক দলের কর্মীদের মধ্যে চলছে গুঞ্জন ভোটারদের মধ্যে চলছে বিভ্রান্তি কাকে ভোট দেবে? কে শেষ হাসি হাসবে দুই প্রার্থীর প্রচার হয়েছে।
আজ ১লা সেপ্টেম্বর ২০২৪ রবিবার হলদিয়া আরবান কো-অপারেটিভ নির্বাচন। বিজেপি সমর্থিত প্রার্থীরা, তারা নমিনেশন দিয়েও পরে প্রত্যাহার করে নিয়েছিলেন শাসকদলকে ছেড়ে দিয়েছিলেন এই এলাকার নির্বাচনী বৈতরণী তৈরি পার হওয়ার জন্য। তাতে বিজেপি কর্মীদের মধ্যেও অনেকের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। সূত্রে জানা যায়,উপর নেতৃত্বের কথা অনুযায়ী তারা নমিনেশন প্রত্যাহার করেছে। সিপিআইএমের একজন কর্মী বললেন যেই রাম সেই শাসক দল তৃণমূল এটা বুঝতে বাকি রইলো না। উপরে উপরে নেতাদের সঙ্গে মিল রয়েছে সেটা বলতাম কেউ বিশ্বাস করত না এখনই নিচতলাতেই সমঝোতা সেটা প্রকাশ্যেই এসে গেল।
হলদিয়ার মানুষ তা বুঝে গেছে। লোকসভা নির্বাচনে শাসক দলের নেতারা উপহার দিয়েছে বিজেপি সাংসদ জয়লাভ করার মধ্য দিয়ে। সেজন্য শাসকদলের জেলা রাজ্য নেতৃত্বের কাছ থেকে শুনতে হয়েছে হলদিয়ার নেতাদের অনেক বকুনি সমালোচনা ভৎসনা। শাসক দলের নেতাদের মুখ রক্ষা করার জন্যই কি বিজেপি কর্মীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ? সে নিয়ম প্রশ্ন রয়ে গেল।
দীর্ঘ ২৪ বৎসর পর হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা। সূত্রে জানা যায় নন্দীগ্রাম জন মহিষাদল এবং হলদিয়া উন্নয়ন ব্লক এবং ১২ থেকে ২৯ নম্বর জোনে পুরুষ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। আজ এক নম্বর সুতাহাটা চৈতন্যপুর, কুকড়াহাটি, আশদ তলিয়া অঞ্চল নিয়ে ১নং জোনে এবং দুর্গা চক ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড জোনে নির্বাচন অনুষ্ঠিত হবে বেলা ১১ টা থেকে চলবে তিনটে পর্যন্ত।
দীর্ঘ ৪৭ তম বর্ষের এই কো- অপারেটিভ। প্রায় ২৪ বছর পর এই কোপারেটিভ নির্বাচন হচ্ছে। বাম আমল থেকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের এই সময় মিলে প্রায় ২৪ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
তবে অনেক ভোটাররা বললেন ভোট হচ্ছে ভালো কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ভোটারদের জানানোর একবার ইচ্ছা প্রকাশ করল না। সব কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ? আমরা সদস্য হয়েছিলাম কোন রাজনৈতিক দলের মোহিত হয়ে সদস্য হইনি। কিন্তু ভোট এলেই রাজনৈতিক নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় ভোটের খসড়া ভোটার তালিকা। ভোটের দিন এলেই প্রার্থীরা বাড়ি বাড়ি গেলেই তবেই জানা যায়। অনেক সদস্যরা বললেন আমরা জানতেই পারলাম না নমিনেশন কবে শুরু হল? কবে শেষ হল? কে বা প্রার্থী হয়েছে? কাকে ভোট দেবো আগামী দিনে ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ করতে হয় । তাহলে সদস্যদের ডেকে সাধারণ সভা করে এই ধরনের ভোটাধিকার প্রয়োগের জন্য সিদ্ধান্ত নিলে ভালো। না হলেই দীর্ঘ ২৪ বছর পরে ভোট হচ্ছে দেখা যাবে আবার কয়েক বছর পরে ভোট হবে তার কোন ঠিক-ঠিকানা থাকবে না। স্বচ্ছতা নিয়ে আসুক ব্যাংক কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, হলদিয়া মহকুমার এলাকায় ৩৩ টি আসন রয়েছে। হলদিয়া আরমান কো অপারেটিভ মোট ভোটার ৬ ৮০০ জন। মোট প্রার্থী ৩৩ জন নির্বাচিত হবে। তার মধ্যে ডাইরেক্টর হবে ১২ জন। মোট ছয়টি জোনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে একটি জোন গুয়াবেড়িয়া, আশদতলিয়া, কুকড়াহাটি, এবং চৈতন্যপুর নিয়ে ১ নং জোন। দ্বিতীয় জোন দুর্গাচক তার মধ্যে হোড়খালি জয়নগর এবং হলদিয়া পৌরসভার ১ থেকে ১১ নম্বর ওয়ার্ড। তৃতীয় জোন ১২ থেকে ২৯ নম্বর ওয়ার্ড। হলদিয়া বিধানসভা এলাকায় মোট তিনটি জোন।
এছাড়া মহিষাদল বিধানসভা এলাকায় দুটি জোন রয়েছে। প্রথমজন মহিষাদল ব্লকের ১১ টি অঞ্চল কে নিয়ে। আরেকটি হচ্ছে হলদিয়া উন্নয়ন ব্লকে চারটি পঞ্চায়েত কে নিয়ে যেমন দেউলপোতা , চকদ্বীপা, দেভোগ এবং বাড় উত্তর হিংলী। এবং সর্বশেষ নন্দীগ্রামে একটি জন এই মোট ছটি জোন ৩৩ জন প্রার্থী নির্বাচিত হবেন। তার মধ্যে ১২ জন ডাইরেক্টর নির্বাচন হবে।
আজ সকাল থেকে ভোট শুরু লড়াই তৃণমূল বনাম তৃণমূল। কোথায় ও তৃণমূল বনাম বামপন্থী। তবে ইতিমধ্যে হলদিয়া আরবান কো-অপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে শাসক দল তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠনে এগিয়ে রয়েছে। তবে বোর্ড গঠনে ডাইরেক্টর এবং চেয়ারম্যান কে হবে সে নিয়েও এখন শাসক দলের বড় ধরনের উদ্বেগ রয়েছে।
No comments