আর জি করের চেস্ট মেডিসিনের MD ২য় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে ডিপার্টমেন্টের সেমিনার রুম থেকে। সারা শরীরে আঘাতের চিহ্ন, পরনের কাপড় ছেঁড়াফাটা। কাল ওর ডিউটি ছিল। রাত দুটোয় ডিনার করে সেমিনার রুম দু'ঘন্টার রেস্ট নিতে গেছিল।তার…
আর জি করের চেস্ট মেডিসিনের MD ২য় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে ডিপার্টমেন্টের সেমিনার রুম থেকে। সারা শরীরে আঘাতের চিহ্ন, পরনের কাপড় ছেঁড়াফাটা। কাল ওর ডিউটি ছিল। রাত দুটোয় ডিনার করে সেমিনার রুম দু'ঘন্টার রেস্ট নিতে গেছিল।তারপর এই ঘটনা। CCTV নষ্ট করে দেয়া হয়েছে। কে বা কারা এর সাথে যুক্ত জানা যায়নি।
নিট পিজির মতন চরমতম পরীক্ষা পাশ করে এই জায়গায় আসতে হয়। এই দিন দেখতে আর জি করে পাঠিয়েছিলেন ওঁর বাবা মা?? দু'দিন বাদে নিট পিজি পরীক্ষা এই পরিনতির জন্য ছেলে মেয়েরা এত খাটছে?
প্রসঙ্গত, তিন মাস আগেও তিনটে মাতাল একই ডিপার্টমেন্টে একই অনকল রুমে ঢুকেছে।সেদিন কিছু হয়নি। কিন্তু তারপরেও কিচ্ছু পাল্টায়নি। ডাক্তার হয়েছ বাবা পাব্লিক ইন্টারেকশন থাকবে না? কিম্বা গ্রামে ডিউটি করতে গেলে কি করে সামলাবি। এই সবই তো প্রত্যাশিত উত্তর!
এখন প্রশ্ন হল কেন পশ্চিমবঙ্গের ৯৯.৯৯% হাসপাতালে ডাক্তারদের জন্য যথাযথ অনকল রুম নেই কেন? (বিশেষত মহিলা ডাক্তারদের জন্য আলাদা অনকল রুম বা বাথরুম আমি খুব একটা দেখেছি বলে মনে পড়েনা) ওকে সেমিনার রুমে রেস্ট নিতে যেতে হয়েছে সেই কারণেই। টানা ৩৬ ঘন্টা ৪৮ ঘন্টা-৭২ ঘন্টার ডিউটির পর কেউ ১-২ ঘন্টা রেস্ট নেবে সেটা স্বাভাবিক, সেই নিয়ে কতৃপক্ষকে প্রশ্ন করলে হাসির কারণ হতে হয়।
৬-৭ ঘন্টা পেরিয়ে গেল অথচ কর্তৃপক্ষের বয়ান পাওয়া যায়নি। এদের জন্য কাজ করি আমরা? আর কদ্দিন ভদ্র মেনিমুখো হয়ে থাকব আমরা?
সরকারি হাসপাতালের সিকিউরিটি আর কবে ভাল হবে? নিজে না খেয়ে না দেয়ে নিজের যত্ন না নিয়ে পরিসেবা দেওয়ার আগে নিজের স্বার্থটুকু আমরা ভাবি না। নিজের পরিবার নিজের ভাল থাকা ছেড়ে কাদের জন্য এই পরিশ্রম?
দিল্লির রেপের সময় যেমন সবাই মিলে বিচার চেয়েছেন তার সিকিভাগটুকু যদি সাধারণ মানুষের মধ্যে দেখতে পাব কিনা জানিনা। অনডিউটি ডাক্তার(পড়ুন শ্রেনীশত্রু) রেপ হয়েছে, তারপর নির্মমভাবে খুন হয়েছে। এ তো সামান্য ঘটনা।
No comments