আরজিকর কাণ্ডে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক: মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের জেরে সরব সারা দেশের চিকিৎসক মহল। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। অপরাধীর দৃষ্টান্তমূল…
আরজিকর কাণ্ডে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক: মমতা বন্দ্যোপাধ্যায়
আরজিকর কাণ্ডের জেরে সরব সারা দেশের চিকিৎসক মহল। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, চাইছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ অন্যায় ক্ষমার অযোগ্য বলেও জানিয়েছেন তিনি।
আজ, শনিবার একটি সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা অত্যন্ত নক্কারজনক। এই অপরাধের কোনও ক্ষমা নেই, কালপ্রিটের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’ প্রয়োজনে ফাস্টট্র্যাক কোর্টে এনে দ্রুত বিচার করে দোষীদের ফাঁসির সাজা শোনানোর কথাও বলেন তিনি। পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ যুক্তিসঙ্গত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই ঘটনায় সিবিআই তদন্ত করা হলেও তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, ‘তদন্ত স্বচ্ছভাবে চলছে। তবে যদি মৃতার পরিবার চায় অন্য কোনও এজেন্সি দিয়ে তদন্ত করাবে তাহলেও আমাদের কোনও অসুবিধা নেই।’ বর্তমানে তদন্ত শুরুর ২৪ ঘণ্টাও অতিক্রান্ত হয়নি। এই ঘটনায় অন্য কোনও ব্যক্তি জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানানো হয়েছে পুলিসের তরফে।
No comments