Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডুবে যাওয়া জাহাজের এক নাবিক?এখনও তপন মালের মৃত্যু নিয়ে ধন্দে পরিবার

ডুবে যাওয়া জাহাজের এক নাবিক?এখনও তপন মালের মৃত্যু নিয়ে ধন্দে পরিবারগত রবিবার ডুবে যাওয়া জাহাজে ১৪ জন নাবিক এর মধ্যে ১১ জনকে উদ্ধার করেছিল ইন্ডিয়ান কোস্ট গার্ড প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছিল বাকি তিনজনের জন্য উদ্ধার কাজের জন্…

 




ডুবে যাওয়া জাহাজের এক নাবিক?এখনও তপন মালের মৃত্যু নিয়ে ধন্দে পরিবার

গত রবিবার ডুবে যাওয়া জাহাজে ১৪ জন নাবিক এর মধ্যে ১১ জনকে উদ্ধার করেছিল ইন্ডিয়ান কোস্ট গার্ড প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছিল বাকি তিনজনের জন্য উদ্ধার কাজের জন্য হাত লাগিয়েছিলেন ইন্ডিয়ান কোস্ট গার্ড অবশেষে বিশেষ প্রেস রিলিজডে জানিয়েছেন এখনো তিনজন নিখোঁজ ব্যাক্তি খোঁজ চলছে। সূত্রে জানা গেছে হলদিয়া অবস্থিত বাড় বাসুদেবপুরে বাড়ি এক নাবিক ছিলেন তিনি অফিসার ছিলেন নাম তপন মাল বয়স ৫২ বাবার নাম মৃত নিমাই মাল। সকালে জাহাজ ডুবির ঘটন খবর আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রে জানা গেছেন ওই জাহাজে ই ছিলেন বাড়বাসুদেব পুরে গ্রামের বাড়ি তপন মাল। জাহাজ ডুবির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হলদিয়া জুড়ে।


No comments