গ্রামের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে হলদিয়া অভ্যুদয় ও হলদিয়া ইন্দ্রো রামা প্রাইভেট লিমিটেড উদ্যোগে টেলারিং প্রশিক্ষণ
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া অভ্যুদয়ের আয়োজনে ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট ল…
গ্রামের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে হলদিয়া অভ্যুদয় ও হলদিয়া ইন্দ্রো রামা প্রাইভেট লিমিটেড উদ্যোগে টেলারিং প্রশিক্ষণ
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া অভ্যুদয়ের আয়োজনে ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগিতায় হলদিয়া, সুতাহাটা এবং মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত প্রায় ৭৫ জন মহিলাদের দুটি দলে প্রশিক্ষণ দেওয়ার জন্য আজ উদ্বোধন হলো।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/_aGb0Oo5w84
সুতাহাটা পঞ্চায়েত সমিতি মহিলাদের ট্রেনিং দেওয়া হবে সুতাহাটা বিডিও অফিসে।
এবং হলদিয়া পঞ্চায়েত সমিতি ও মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকার মহিলাদের ট্রেনিং দেওয়া হবে হলদিয়া অভ্যুদয়ের নিজস্ব ভবনে।
২৭ শে আগস্ট মঙ্গলবার এলাকার গ্ৰামীণ স্তরে মহিলাদের টেলারিং প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি আজকের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য জনশিক্ষণ এবং হলদিয়া ৫০ সমিতির অন্তর্গত দেউলপোতা অঞ্চল প্রধান সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি এছাড়াও অভ্যুদয়ের সংস্থার পরিচালন কমিটি উপস্থিত ছিলেন ইন্দোরামা প্রাইভেট লিমিটেড সিএসআর ম্যানেজার। ৭৫ জন শিক্ষার্থীদের হাতে স্কেল,কাচি,ফিতে,খাতা,কলম,পেনসিল,কাটার,রাবার ও টেলারিং-এর কাজের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে বলে জানিয়েছে হলদিয়া অভ্যুদয়ের সম্পাদক অনুপম মাইতি তিনি বলেন টেলারিং এর কাজ শিখে আগামীদিনে গ্ৰামের গৃহবধূরা স্বনির্ভর হতে পারবে বলে আশা করা হচ্ছে।
No comments