Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪৮ ঘণ্টা কেটে গেল ডুবন্ত জাহাজের তিন নাবিক এখনও অধরা

৪৮ ঘণ্টা কেটে গেল ডুবন্ত জাহাজের তিন নাবিক এখনও অধরা
কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে সাগরের কাছে খাদ্যসামগ্রী বোঝাই একটি ভারতীয় জাহাজ ডুবে যায়। সাগরদ্বীপ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে জাহাজডুবির ঘটনাটি ঘটে। রবিবার এমভি আইটিটি প…



৪৮ ঘণ্টা কেটে গেল ডুবন্ত জাহাজের তিন নাবিক এখনও অধরা


কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে সাগরের কাছে খাদ্যসামগ্রী বোঝাই একটি ভারতীয় জাহাজ ডুবে যায়। সাগরদ্বীপ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে জাহাজডুবির ঘটনাটি ঘটে। রবিবার এমভি আইটিটি পুমা নামে ওই জাহাজ ডুবেছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গিয়েছে। জাহাজটি কলকাতা থেকে পোর্টব্লেয়ার উদ্দেশে জেনারেল কার্গো নিয়ে যাচ্ছিল। ঘটনার খবর পেয়েই অপারেশন চালিয়ে রাত ১০টা নাগাদ ১১জন নাবিককে কোস্টগার্ড উদ্ধার করেছে। তবে তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নাবিকরা সকলেই ভারতীয়।

জানা গিয়েছে, ৭৫ মিটার দৈর্ঘ্যের জাহাজে ক্যাপ্টেন সহ ১৪জন নাবিক ছিলেন। জাহাজে জেনারেল কার্গো যেমন চাল, ডাল, চিনি সহ বিভিন্ন খাদ্যসামগ্রী, স্টিলের মতো নানা ব্যবহারী সামগ্রী বোঝাই ছিল। সূত্রে জানা যায়, নাবিকদের উদ্ধারের পর কোস্টগার্ডের পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ক্যাপ্টেন সহ তিনজন নাবিক নিখোঁজ বলে জানা যায়। কোস্টগার্ড সোমবার দুপুরে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে, ১১জন জাহাজ থেকে উদ্ধার হয়েছেন। বাকি তিনজনকে উদ্ধারের জন্য দিনভর অপারেশন চলেছে। রবিবার বিকেল ৪টে ২৫ মিনিট নাগাদ বিপন্ন জাহাজ পুমা থেকে প্রথমে কোস্টগার্ডের চেন্নাইয়ের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে মেল পৌঁছয়। সঙ্গে সঙ্গে নর্থ ইস্টের হেডকোয়ার্টার কলকাতা থেকে দু’টি জাহাজ ও একটি ডর্নিয়ার প্লেন রেসকিউ অপারেশনের জন্য পাঠানো হয়। ডর্নিয়ার প্লেন অন্ধকারের মধ্যেই নাইট কেপেবল সেন্সরের সাহায্যে জাহাজটি প্রথমে কোন জায়গায় রয়েছে, তা চিহ্নিত করে। জাহাজের নাবিকরা ওই সময় শূন্যে গুলি ছুড়ে লাল রঙের আগুনের ফুলকির শিখা দেখে জাহাজের অবস্থান সম্পর্কে কোস্টগার্ডকে নিশ্চিত করে। এরপর বিপন্ন জাহাজের কাছে রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ যায় দু’টি কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ। লাইফবোট পাঠিয়ে ১১জন নাবিককে উদ্ধার করা হয়।

এখনো তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন তাদের জন্য তল্লাশি চলছে বলে সূত্রে জানা যায়। বিশেষ সূত্রে জানা যায় ওই জাহাজে হলদিয়ার বাড় বাসুদেবপুর গ্রামের এক যুবক তিনিও ছিলেন জাহাজ ডুবির ঘটনা শুনতেই তার পরিবারের লোকেরা কোস্টগার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করে কিন্তু এখনো অধরা রয়েছে। বিশেষ সূত্রে জানা যায় বাড় বাসুদেবপুর গ্রামের তপন মাল ৫২ বছর বয়স তিনি ওই জাহাজেই ছিলেন। যদিও কোস্টাকারের পক্ষ থেকে উদ্ধার হওয়া এগারো জনের ছবি প্রকাশ করেছেন কিন্তু এখনো তিনজন যারা অধরা রয়েছেন তাদের ছবি এখনো জানা যায়নি।

No comments