Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাতকাটলেই বিজেপি ডাকা বনধের বিরোধিতায় চৈতন্যপুরে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি

রাতকাটলেই বিজেপি ডাকা বনধের বিরোধিতায় চৈতন্যপুরে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আরজিকর ঘটনার কেন্দ্র করে সারা দেশ এখন উত্তাল। রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত; আজ ছাত্র যুব সমাজের উদ্যোগে নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয় কলিকা…

 



রাতকাটলেই বিজেপি ডাকা বনধের বিরোধিতায় চৈতন্যপুরে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি 

আরজিকর ঘটনার কেন্দ্র করে সারা দেশ এখন উত্তাল। রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত; আজ ছাত্র যুব সমাজের উদ্যোগে নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয় কলিকাতা রাজ ময়দান। আগামীকাল ২৮শে আগস্ট তৃণমূল সমর্থিত ছাত্র সাংগঠনের প্রতিষ্ঠা দিবস কলিকাতা হবে সমাবেশ। তারই মধ্যেই ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। বনধের সমর্থন করার লক্ষ্যে পথে নামবে বিজেপি? দীর্ঘ ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর বাংলা থেকে উঠে গিয়েছিল বনধ। কিন্তু বিরোধী দল আরজিকর কাণ্ডে আগামীকাল ১২ ঘণ্টার বনধ ডেকেছে  তাহলে কি রাজ্যবাসী আবার সেই বনধ দেখতে পাবে? সে নিয়ে এখন জল ঘোলা। শাসক দলের পক্ষ থেকে এই বনধ যাতে না হয় তার জন্যই বনধ ডাকার সাথে সাথেই বিভিন্ন জায়গায় শাসকদলের পক্ষ থেকে বনধ বিরোধী মিছিল স্লোগান শোনা যায়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর এলাকায় সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটব্যাল এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্রি নেতৃত্বে বনধ বিরোধী মিছিল চৈতন্যপুর এলাকা পরিক্রমা করে।

No comments