এক দশক পরে বাংলা বনধ কেমন হবে বনধ রাস্তায় কি থাকবে লোক চলবে গাড়ি, সে নিয়েছিল সংশয়, কেমন চিত্র উঠে এলো শিল্পশহর হলদিয়ার!
ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/do-bgjmSkTA
সাত সকালেই রাস্তায় দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের বি…
এক দশক পরে বাংলা বনধ কেমন হবে বনধ রাস্তায় কি থাকবে লোক চলবে গাড়ি, সে নিয়েছিল সংশয়, কেমন চিত্র উঠে এলো শিল্পশহর হলদিয়ার!
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/do-bgjmSkTA
সাত সকালেই রাস্তায় দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের বিজেপি পতাকা নিয়ে রাস্তায় টহল দিচ্ছেন।
প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধের সমর্থনে পথে নেমেছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি মেছেদা হলদিয়া রাজ্য সড়কের তমলুক হাসপাতাল মোড়ে তমলুক নগর মণ্ডল বিজেপির পক্ষ থেকে মিছিল বের করা হয়। এই মিছিল বের হয় বনধের সমর্থনে। একে আরজিকর কাণ্ডের দোষীরা এখনো অধরা, তার ওপর গতকাল ২৭ শে আগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের নির্মম যে অত্যাচারে কলকাতার রাজপথ কেঁপে ওঠে তারই প্রতিবাদে বিজেপির ডাকা এই বনধ। যার সমর্থনে পথে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে দেখা গেল বিজেপি কার্যকর্তাদের বিজেপি নেতৃত্বরা বলছেন এই বনধ সমর্থন করেছে মানুষ রাস্তাঘাট জনমানবহীন বন্ধ দোকানপাট মানুষ আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আমাদের পাশে রয়েছেন। হলদিয়া শিল্পাঞ্চল এলাকা চৈতন্যপুরে বনধ সমর্থকরা টায়ার জ্বালিয়ে বনধের সমর্থনে মিছিল করেন। পাল্টা মিছিল করেন শাসক দল তৃণমূল। হলদিয়া ব্রজলালচক, চৈতন্য পুর,সুতাহাটা, দুর্গাচক চিরঞ্জীবপুর, টাউনশিপ বিক্ষিপ্ত কিছু দোকান খোলা থাকলেও রাস্তাঘাট ছিল সুনসান আজকে বনধের মিশ্র সাড়া পড়েছে। বনধ সমর্থকদের দাবি শিল্পশহর হলদিয়া ইমার্জেন্সি গাড়ি ছাড়া সমস্ত গাড়ি এবং দোকানপাট বন্ধ রেখে আরজিকর ঘটনা এবং গতকাল ছাত্র যুব সমাজের উপর লাঠিচার্জের প্রতিবাদে বনধ সমর্থন করছে হলদিয়ার মানুষ। দীর্ঘ এক দশক পরে বাংলার মানুষ বনধ কেমন হয় চাক্ষুষ দেখলেন। রাজ্য সরকারের ঘোষিত বাংলা বন্ধ হবে না সেই ঘোষণা কে হাতের তুড়ি মেরেই বাংলায় এক দশক পরে বনধ হল। সাক্ষী থাকলো বাংলার মানুষ। হলদিয়া শিল্প এলাকায় শান্তিপূর্ণ বনধ চলছে তবে বেলা বাড়ার সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে সকলেই নজরে রেখেছেন। তবে রাস্তায় পুলিশ প্রশাসন রয়েছেন যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
No comments