জলাশয় ভর্তি সোয়াবিন ওয়েল
জলাশয় ভর্তি সোয়াবিন ওয়েল সোয়াবিন বানানোর কাঁচামাল পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইমামি এগ্রোটেক লিমিটেড ভোজ্য তেলের কারখানা…
জলাশয় ভর্তি সোয়াবিন ওয়েল
জলাশয় ভর্তি সোয়াবিন ওয়েল সোয়াবিন বানানোর কাঁচামাল পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইমামি এগ্রোটেক লিমিটেড ভোজ্য তেলের কারখানা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/NivHWT3OwqM
সূত্রে জানা যায়, হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর বাস স্ট্যান্ড এলাকায় হলদিয়া থানার সামনে ইমামি এগ্রোটেক লিমিটেড ভোজ্য তেলের কাঁচামাল হলদিয়া বন্দরের জাহাজ থেকে পাইপ লাইনের মাধ্যমে কারখানায় নিয়ে আসা হচ্ছিল। পাইপ লিকেজ হয়ে বেরিয়ে যায় ভোজ্য তেলের কুড ওয়েল জলাশয়ে। এলাকার লোকজন সেই তেল অয়েল সংগ্রহ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ইমামি এগ্রোটে লিমিটেড কোম্পানির আধিকারিকরা পৌঁছেছেন। স্থানীয় প্রশাসনে উপস্থিত হয়েছেন। তবে কিভাবে এই পাইপ লিকেজ হল সে নিয়েও দ্বন্দ্বে রয়েছেন আধিকারিকরা। তদন্তে নেমেছেন আধিকারিক এবং প্রশাসন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যারা যায়নি।
No comments