Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যাপক অশান্তি শিলিগুড়ি শহরে?১২ ঘণ্টার বাংলা বন্ধের ব্যাপক প্রভাব পড়তে শুরু করে সকাল থেকেই শহর শিলিগুড়িতে!

ব্যাপক অশান্তি শিলিগুড়ি শহরে?১২ ঘণ্টার বাংলা বন্ধের ব্যাপক প্রভাব পড়তে শুরু করে সকাল থেকেই শহর শিলিগুড়িতে!ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/rIbNCtZAyTE

পথে নেমে বিক্ষোভ অবরোধ আন্দোলনে শামিল হতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থ…

 




ব্যাপক অশান্তি শিলিগুড়ি শহরে?১২ ঘণ্টার বাংলা বন্ধের ব্যাপক প্রভাব পড়তে শুরু করে সকাল থেকেই শহর শিলিগুড়িতে!

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/rIbNCtZAyTE



পথে নেমে বিক্ষোভ অবরোধ আন্দোলনে শামিল হতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। ময়দানে নামেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী, জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। শহরে দফায় দফায় মিছিল পিকেটিং করে বিজেপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। সকাল থেকেই শিলিগুড়ি শহরে যানবাহন পথে নেমেছিল কম। বেশিরভাগ দোকান বাজার বন্ধ ছিল। বিজেপির কর্মী সমর্থকরা ময়দানে নেমে বনধকে সর্বাত্মক করার চেষ্টা চালায়। অপরদিকে তৃণমূল বনধবিরোধী মিছিল করে শহর শিলিগুড়িতে। ময়দানে নামেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বন্ধের সমর্থনে মিছিল এবং পিকেটিং চলছিল শহরের কোনায় কোনায়। যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি ছিল পুলিশ, কিন্তু তার মাঝেই ঘটে গেল অশান্তি। অশান্তির ঘটনা ঘটলো নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। বিজেপির ডাব গ্রাম ফুলবাড়ী এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি নিউ জলপাইগুড়ি এলাকায় যেতেই তার ওপর ঝাপিয়ে পড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বলেই অভিযোগ বিজেপির। শিখা দেবী কে হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি। লাঠি সোঠা ঢিল নিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ বিজেপির। আহত হন শিখা চ্যাটার্জি। অপরদিকে নিউ জলপাইগুড়ি এলাকাতেই বন্ধের সমর্থনে জড়ো হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা, সেখানে পৌঁছন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। অভিযোগ সেই সময় সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাকে হেনস্তা করা হয়, ছোড়া হয় ঢিল। পুলিশ সামনে দাঁড়িয়ে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ বিজেপির। গোটা ঘটনায় উত্তাল হয় নিউ জলপাইগুড়ি এলাকা। একদিকে বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জীর ওপর হামলা, অপরদিকে বিজেপির সাংসদ জয়ন্ত রায়ের উপর হামলা হয়েছে বলেই অভিযোগ তোলে বিজেপি। নিউ জলপাইগুড়ি থানাতে এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির বিধায়ক এবং সাংসদ। সব মিলিয়ে উত্তপ্ত শহর শিলিগুড়ি।

No comments