নবান্ন অভিযান ঘিরে ব্যাপক সতর্কতা নিয়েছেন রাজ্য পুলিশ!
আজ কলকাতায় নবান্ন চলোর ডাক দিয়েছে ছাত্র সমাজ। "দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ" এই দাবিতেই কলকাতায় আজ পথে নামবে হাজার হাজার যুব। আর এই অভিযান ঘিরেব্যাপক স…
নবান্ন অভিযান ঘিরে ব্যাপক সতর্কতা নিয়েছেন রাজ্য পুলিশ!
আজ কলকাতায় নবান্ন চলোর ডাক দিয়েছে ছাত্র সমাজ। "দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ" এই দাবিতেই কলকাতায় আজ পথে নামবে হাজার হাজার যুব। আর এই অভিযান ঘিরে
ব্যাপক সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে নবান্ন চত্বরে। পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় করা হয়েছে ব্যারিকেড। কোনমতেই যাতে বিশৃংখলা তৈরি না হয় সেদিকেই নজর রাখছে কয়েক হাজার পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় রাখা হয়েছে জল কামান এবং বজ্র। দূর দূরান্ত থেকে মিছিল করে যুবরা আজ নবান্নে পৌঁছবে বলেই জানানো হয়েছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনটা সরাসরি সরকারকে বদলে দেওয়ার আন্দোলনে পরিণত হয়েছে। ময়দানে বিজেপি সিপিএম কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ব হয়েছে প্রতিটি দল। তবে আজকের যুবদের আন্দোলনে বিজেপি সিপিএম এবং কংগ্রেস নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে তিনটি দলের তরফেই। তবে আজকের আন্দোলনে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে আগামীকাল নবান্ন ঘেরাও কর্মসূচি নেবে বিজেপি বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
আজকের নবান্ন চলো আন্দোলনে যাতে কোনরকম নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কলকাতা পুলিশ ব্যাপক নজরদারি চালাচ্ছে।।
শিলিগুড়িতে রয়েছে উত্তরবঙ্গের মিনি সচিবালয়। আর এই কারণেই রাজ্য পুলিশের নজর এখানেও। সকাল থেকেই উত্তরকন্যার সামনে মোতায়েন হয়েছে পুলিশ। ফুলবাড়ি, জলপাই মোড়, তিনবাতি মোর, নৌকা ঘাট এলাকাতে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ বাহিনী। তৈরি করা হচ্ছে ব্যারিকেড। সকাল থেকেই উত্তরকন্যার উপর নজর রাখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ইতিমধ্যেই উচ্চ পদস্থ পুলিশ কর্তারা উত্তর কন্যা সহ পার্শ্ববর্তী এলাকায় পুলিশের নিরাপত্তা বন্দোবস্ত পরিদর্শন করে তাদেরকে যথাযথ নির্দেশ দিয়ে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত উত্তরকন্যা ঘেরাওয়ের কোন আওয়াজ ওঠেনি উত্তরবঙ্গে। তবুও কলকাতার আন্দোলনের রেশ যেকোনো সময় শিলিগুড়িতে এসে পৌঁছাতে পারে জন্যই এই বাড়তি ব্যবস্থা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।
No comments