দীঘায় ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্মেলন
সৈকতশহর দীঘায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দ্বিতীয় রাজ্য সম্মেলন শনিবার শেষ হয়েছে। শুক্রবার আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিলের মাধ্যমে সম্মেলন শুরু হয়েছিল। মিছিলটি দীঘা শহ…
দীঘায় ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্মেলন
সৈকতশহর দীঘায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দ্বিতীয় রাজ্য সম্মেলন শনিবার শেষ হয়েছে। শুক্রবার আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিলের মাধ্যমে সম্মেলন শুরু হয়েছিল। মিছিলটি দীঘা শহর পরিক্রমা করে। মিছিল থেকে সনাতন ব্রাহ্মণ সমাজের পেশাগত নানা দাবি তুলে ধরা হয়। তারপর শনিবার দীঘার একটি গেস্ট হাউসে সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি কিশোরীচরণ মিশ্র, রাজ্য সম্পাদক তপন মিশ্র, জেলা কমিটির সভাপতি অম্বুজাক্ষ মিশ্র, সম্পাদক অশোেক পণ্ডা সহ অন্যরা বক্তৃতা দেন। তাতে ব্রাহ্মণ ট্রাস্টের হাজারের বেশি সদস্য শামিল হন। বিভিন্ন দাবি নিয়ে আলোচনার পাশাপাশি কমিটি গঠন করা হয়। ট্রাস্টের তরফে বিভিন্ন দাবিতে রাজ্য সরকারের কাছে স্মারক লিপিদেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
No comments