নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ী হল বিজেপি
নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ী হল বিজেপি । রবিবার ছিল নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচন । মোট আসন ১৮টি । তারমধ্যে ১৫ টি আসন…
নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ী হল বিজেপি
নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ী হল বিজেপি । রবিবার ছিল নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচন । মোট আসন ১৮টি । তারমধ্যে ১৫ টি আসনে জয়ী হয়েছে বিজেপি । বাকি ৩ টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস । সমবায় পরিচালন বোর্ড দখল করার সাফল্যে খুশির জোয়ার গেরুয়া শিবিরে । স্থানীয় বিজেপি নেতা, তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পালকে সামনে রেখে বিজয় মিছিল করেন বিজেপির নেতাকর্মীরা । এ বিষয়ে মেঘনাদ পাল জানিয়েছেন,"৫০ বছরের বেশি বয়স এই সমবায় । কখনো ভোট হয়নি । স্থানীয় লোকজনকে মনোনীত করে সমবায় বোর্ড পরিচালিত হতো । এবার প্রথম ভোট হল । আমরা জয়ী হয়েছি । এ জয় নন্দীগ্রামে মানুষের জয়, শুভেন্দু অধিকারীর জয় ।" যদিও এই সমবায় নির্বাচনে বিজেপি হুমকি, শাসানি, ভয়ের পরিবেশ তৈরি করে জয়ী হয়েছে । এমন দাবি করেছেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ । তিনি বলেন,"মানুষকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি । বিজেপি সমবায় নির্বাচনে আগাম হারের ইঙ্গিত পেয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছিল । মানুষকে চাপ দিয়ে ভোট আদায় করেছে । তারপরে যা হওয়ার তাই হয়েছে । একটি সমবায় ভোটের পরাজয় দিয়ে তৃণমূল কংগ্রেসের সার্বিক মূল্যায়ন করা যায় না । লোকসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সাফল্য প্রমাণিত হয়েছে । ভোটের নিরিখে আমরা এগিয়ে রয়েছি । সে কথা ভুলে গেলে চলবে না ।" তবে পরিচালন সমিতি দখল করে তাজপুর সমবায়ে বেশ কিছু গুচ্ছ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে গেরুয়া শিবির তরফে দাবি করা হয়েছে ।
No comments