ক্যুইজ ফেস্ট ২০২৪ পালিত হল হলদিয়া দেউলপোতায় গেস্ট হাউসেপূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া জেলা জুড়ে রয়েছে কুইজ ক্লাব সেই ক্লাবের উদ্যোগে সারা রাজ্যের ছাত্র-ছাত্রী এবং জেনারেল কুইজের আসর বসেছিল হলদিয়া পঞ্চায়েত সমিতির অন…
ক্যুইজ ফেস্ট ২০২৪ পালিত হল হলদিয়া দেউলপোতায় গেস্ট হাউসে
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া জেলা জুড়ে রয়েছে কুইজ ক্লাব সেই ক্লাবের উদ্যোগে সারা রাজ্যের ছাত্র-ছাত্রী এবং জেনারেল কুইজের আসর বসেছিল হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা অঞ্চল অন্তর্গত এক গেস্ট হাউসে ক্যুইজ ফেস্ট ২০২৪ আয়োজন হয়। ছাত্র ছাত্রী দের জন্য ছিল স্টুডেন্ট কুইজ, এছাড়া দুটি বিষয় ভিত্তিক ক্যুইজ ছিল। এছাড়া অল বেঙ্গল জেনারেল কুইজ অনুষ্ঠিত হয় প্রায় ৭০ টিম এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সারাদিন ধরে হলদিয়া কুইজ ক্লাব উদ্যোগে এই ক্যুইজ ফেস্ট অনুষ্ঠিত হয়।
ভিন্ন সংস্থা একাডেমী রয়েছে ঠিক তেমনি ভাবে সরকারিভাবে ক্যুইজ একাডেমি যাতে করা যেত তার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ক্যুইজ ক্লাবের অন্যতম সদস্য সৌগত কান্ডার।
No comments