আবার চাঞ্চল্যকর ঘটনা বাংলায়! এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ।ঘটনায় অভিযুক্ত চার,তার মধ্যে তিনজন নাবালক?যখন আর জি কর কান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক তখনই শিলিগুড়িতে এক নাবালিকা ধর্ষনের শিকার।সেই ঘটনায় অভিযুক্ত চার,তার মধ্যে …
আবার চাঞ্চল্যকর ঘটনা বাংলায়! এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ।ঘটনায় অভিযুক্ত চার,তার মধ্যে তিনজন নাবালক?
যখন আর জি কর কান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক তখনই শিলিগুড়িতে এক নাবালিকা ধর্ষনের শিকার।সেই ঘটনায় অভিযুক্ত চার,তার মধ্যে তিনজন নাবালক?
আর এই ঘটনা নিয়ে অস্বস্তিতে রাজ্য পুলিশ প্রশাসন।অভিযোগ,গতকাল রাতে শিলিগুড়িতে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। তবে অভিযোগ পাওয়ার সাথে সাথেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তকেই হেফাজতে নেয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে তিনজন নাবালক রয়েছে।আর একজন সাবালক।
জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধান নগর থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে ফেসবুকের মাধ্যমে এক তরুণের পরিচয় হয়।এরপর বৃহস্পতিবার ওই তরুন ও তার তিন সঙ্গি মিলে নাবালিকাকে কাওয়াখালি এলাকায় একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।এই ঘটনার পরই ওই নাবালিকা এবং তার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয় এনজেপি থানায়।এরপর রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে হেফাজতে নেয়। ঘটনাটির অন্ততদন্ত করে দেখছে এনজেপি থানার পুলিশ।জানাগেছে , অভিযুক্ত তিন জনের বাড়ি শিতলা পাড়ায়,আর এক জনের বাড়ি জলপাই মোড় নুতুন পাড়া এলাকাতে।
শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, ঘটনায় অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে তিন জন নাবালক। সেই কারণেই ঘটনার অন্ততদন্ত শুরু করা হয়েছে। শুক্রবার হেফাজতে নেওয়া তিন নাবালককে জুভেনাইল আদালতে পাঠানো হয় এবং অপর অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অপরদিকে ওই নাবালিকার মেডিকেল টেস্টের পাশাপাশি সরকারি নিয়ম এবং আদালতের নিয়ম মেনে তদন্ত চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
No comments