বিজেপির উদ্যোগে বিক্ষোভ মিছিল
আর জী কর মেডিক্যাল কলেজের কর্তব্যরত জুনিয়ার মহিলা ডাক্তার কে ধর্ষণ করে খুনহয় অভিযোগ। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির মহিষাদল মণ্ডল ৫ এর পক্ষ থেকে আজ দ্বারিবেড়্যা মোড়ে বিক্ষোপ মিছিল কর্ম সূচি সম…
বিজেপির উদ্যোগে বিক্ষোভ মিছিল
আর জী কর মেডিক্যাল কলেজের কর্তব্যরত জুনিয়ার মহিলা ডাক্তার কে ধর্ষণ করে খুনহয় অভিযোগ। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির মহিষাদল মণ্ডল ৫ এর পক্ষ থেকে আজ দ্বারিবেড়্যা মোড়ে বিক্ষোপ মিছিল কর্ম সূচি সম্পূর্ণ হয় । কর্ম সূচিতে উপস্থিত ছিলেন তমলুক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ ভূঞা , মণ্ডলের সভাপতি মানস সাহু ,মহিলা মোর্চার সভানেত্রী সম্পা ভূঞা , দেউলপোতা অঞ্চলের সদস্য এবং সদস্যা এছাড়া মহিলা মোর্চার সমস্ত সদস্যা এবং বিজেপির কার্য কর্তা ও পথ চলতি মানুষ জন ,সবাইকে মহিলা মোর্চার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানায় এই কার্যক্রমটি কে সাফল্য মন্ডিত করার জন্য ।বিক্ষোপ মিছিলে নেতৃত্ব দেন দেউলপোতা অঞ্চল কনভেনার ( মধু সূদন জানা)
No comments