হলদিয়া মেছেদা রাজ্যসড়কে চলল বিজেপির বিক্ষোভ কর্মসূচি, উপস্থিত একাধিক নেতৃত্ব ও কর্মীরা।
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার জায়গায় জায়গায় ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি। দুপুর দুটো থেকে …
হলদিয়া মেছেদা রাজ্যসড়কে চলল বিজেপির বিক্ষোভ কর্মসূচি, উপস্থিত একাধিক নেতৃত্ব ও কর্মীরা।
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার জায়গায় জায়গায় ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি। দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত বিজেপির এই ধর্না কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়। সেইমতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড়ে বিজেপির নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, তমলুক নগর মন্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী, এছাড়াও তাম্রলিপ্ত পৌরসভার ২ বিজেপি কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্ব কর্মীরা। কর্মসূচি দুটো থেকে শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা প্রায় তিনটে নাগাদ বেশ কিছু সময় পর পুলিশ আধিকারিকেরা এসে অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ করেন বিজেপি নেতৃত্বদের, কিন্তু তারা জানেন তাদের নির্ধারিত সময় চারটে পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। রাস্তা অবরোধ কর্মসূচির ফলে ব্যাপক যানজোটের সৃষ্টি হয় হলদিয়া মেচেদা রাজ্য সড়কে, চারটের পর কর্মসূচি শেষ হওয়ার পর পুলিশ আধিকারিকেরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করে।
No comments