Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭৮ তম স্বাধীনতা দিবসে কাঁথি লিও ক্লাব নার্সারি-প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ের প্রভাত ফেরীর প্রতিযোগিতা

৭৮ তম স্বাধীনতা দিবসে কাঁথি লিও ক্লাব নার্সারি-প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ের প্রভাত ফেরীর প্রতিযোগিতা

সারা দেশ জুড়ে বৃহস্পতিবার পালিত হল স্বাধীনতার ৭৮তম বর্ষ।স্বাধীনতা দিবস উদযাপন উপোলক্ষ্যে দেশের অন্যান্য প্রান্তের মত কাঁথি শহরেও শ…

 


৭৮ তম স্বাধীনতা দিবসে কাঁথি লিও ক্লাব নার্সারি-প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ের প্রভাত ফেরীর প্রতিযোগিতা



সারা দেশ জুড়ে বৃহস্পতিবার পালিত হল স্বাধীনতার ৭৮তম বর্ষ।স্বাধীনতা দিবস উদযাপন উপোলক্ষ্যে দেশের অন্যান্য প্রান্তের মত কাঁথি শহরেও শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে এদিন সকালে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।তারপর শিক্ষা প্রতিষ্ঠান গুলি তাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে কাঁথি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে।বিগত কয়েক বছরের মত এবারও কাঁথি লিও ক্লাব নার্সারি-প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ের প্রভাত ফেরীর প্রতিযোগিতার আয়োজন করেছিলো।

কাঁথি লায়ন্স ক্লাবের সিস্টার সংগঠন কাঁথি লিও ক্লাবের সভানেত্রী সম্প্রীতি দাস জানিয়েছেন প্রয়াত সমাজসেবী সত্যেন মিশ্রের স্মৃতিতে বিগত কয়েক বছর ধরে দুটি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করছি আমরা।বলেন নার্সারি ও প্রাথমিক বিদ্যালয় গুলিকে নিয়ে ক বিভাগ ও পঞ্চম থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলিকে নিয়ে খ বিভাগ।লিও ক্লাবের সভানেত্রী জানিয়েছেন সফল বিদ্যালয় গুলির হাতে বৃহস্পতিবার রাতেই কাঁথি লায়ন্স ক্লাবের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

কাঁথি লিও ক্লাব থেকে প্রাপ্ত্য তথ্য অনুযায়ী সত্যেন মিশ্র স্মৃতি স্বাধীনতা দিবসের প্রভাত ফেরী প্রতিযোগিতায় "ক" বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কাঁথি চন্দ্রামনি ব্রাম্ভ বালিকা প্রাথমিক বিদ্যালয়,নিউ কন্টাই নার্সারি স্কুল ও কন্টাই মডেল ইনস্টিটিউশন প্রাইমারি স্কুল।

অপর দিকে প্রতিযোগিতায় "খ" বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কাঁথি হিন্দু বালিকা  বিদ্যালয়,কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবন ও কন্টাই মডেল ইনস্টিটিউশন ।

No comments