Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া আইনি কলেজে একদিনের জাতীয় সেমিনার

হলদিয়া আইনি কলেজে একদিনের জাতীয় সেমিনার

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া গান্ধীনগরে অবস্থিত হলদিয়া "ল কলেজ" সেই কলেজের উদ্যোগে একদিনের  জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমানে নতুন (ন্যায় সংহিতা ,)আইন প্রণয়ন হয়…

 




হলদিয়া আইনি কলেজে একদিনের জাতীয় সেমিনার



পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া গান্ধীনগরে অবস্থিত হলদিয়া "ল কলেজ" সেই কলেজের উদ্যোগে একদিনের  জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমানে নতুন (ন্যায় সংহিতা ,)আইন প্রণয়ন হয়েছে ভারতবর্ষের। সে

 বিষয় "ভারতের নতুন ফৌজদারি আইনের ডিসিফারিং ইস্যু এবং চ্যালেঞ্জ।আজকের সেমিনারে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমতি মিত্র সদস্য পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন এবং প্রাক্তন বিচারক মাননীয় হাইকোর্ট কলকাতা।

উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ অনির্বাণ চক্রবর্তী আইন বিভাগের অধ্যাপক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ  এডুকেশন এন্ড রিসার্চ (আই আই ইউ এল ই আর) 

ডঃ সরফরাজ আহমেদ খাঁন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ওয়েস্ট বেঙ্গল  ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স, কলকাতা। ডঃ দেবশ্রী মুখার্জি দিন স্কুল অফ ল সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় কলকাতা। সারাদিন ধরে চলে ভারতের নয়া ন্যায় সংহিতা আইন প্রয়োগের খুঁটিনাটি বিষয় নিয়ে তাতে উপকৃত হলেন কলেজের ছাত্র-ছাত্রী নতুন প্রজন্ম যারা ওই কলেজ থেকে আইনি পাস করে আগামী দিনে ভারতবর্ষের নতুন আইন প্রয়োগ করার ক্ষেত্রে আরও উৎসাহিত বোধ করবে। এছাড়া  আজকের এই সভায় উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তৌফিকউদ্দিন,ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ, সম্পাদক বিশিষ্ট আইনজীবী বিমল মাজী, কলেজের প্রিন্সিপালসহ বিভিন্ন আধিকারিকবৃন্দ।

No comments