ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইন্সপেক্টর হলেন ইমরান মোল্লা
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার অফিস ইন চার্জের পদোন্নতি ঘটলো।পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি থানার অফিস ইনচার্জ এর পদোন্নতি ঘটলো। হলদিয়ার প্রবেশদ্বার ভবানীপুর থানার অফি…
ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইন্সপেক্টর হলেন ইমরান মোল্লা
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার অফিস ইন চার্জের পদোন্নতি ঘটলো।পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি থানার অফিস ইনচার্জ এর পদোন্নতি ঘটলো। হলদিয়ার প্রবেশদ্বার ভবানীপুর থানার অফিস ইনচার্জ এর দায়িত্বে ছিলেন ইমরান মোল্লা, সূত্রে জানাজায় তিনি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হলেন। ইমরান মোল্লা গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন দায়িত্বের সঙ্গে পালন করেছেন। শিল্পশহর হলদিয়ার প্রবেশদ্বার ভবানীপুর থানা, সেই থানায় অন্তর্গত হাই রোড মোড়। সেই মোড়ে দোকান রাস্তার ধার থেকে তুলে দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশে এসেছেন। তিনি স্থানীয় ভিডিওকে সঙ্গে নিয়ে হাইওয়ে দপ্তরের আধিকারিকদের নিয়ে অনেকবার ভিজিট করেছেন। তবে হাইওয়ে দপ্তরের আধিকারিকদের সদিচ্ছা না থাকার জন্য ব্রজলালচক হাই রোড মোড় এখনো সম্পূর্ণ দোকান উঠেনি তবে ইমরান মোল্লা স্থানীয় প্রশাসন এবং বাজার কমিটির সকল সদস্যদের নিয়ে কিভাবে এই ন্যাশনাল হাইওয়ে দখলমুক্ত করা যায় ওই এলাকার দোকানদারদের নির্দিষ্ট একটি জায়গায় ওই সকল দোকানদের বসানো যায় তারও উদ্যোগ নিচ্ছিলেন । কিন্তু সূত্রে জানা যায় তিনি ইন্সপেক্টর পদোন্নতি হয়েছেন তাহলে এর পরে যিনি আসবেন তিনি কি বিশেষ করে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে হাই রোড মোড় সরকারি রাস্তা দখল মুক্ত হবে। তার কি উদ্যোগ নেবেন এর পরবর্তী অফিসার হিসেবে যিনি আসবেন। সে নিয়ে সাধারণ মানুষের মধ্যেই কানাঘষা চলছে, তবে যাই হোক ভবানীপুর থানা দায়িত্বে থেকে ইমরান বাবু সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদোন্নতি হওয়ায় স্থানীয় মানুষজন থেকে শুরু করে থানার সকল আধিকারিক ও সিভিক সকলেই আজ আনন্দিত হলেন।
No comments