প্রতিবাদ কর্মসূচীআজ ৩০শে আগস তারিখ দুপুর ১ টায় ডঃ মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের সেকেন্ড ক্যাম্পাসে আর.জি.কর এর নৃশংস ঘটনার দ্রুত বিচার ও সব্বোর্চ্চ শাস্তির (ফাঁসির) দাবিতে কলেজ গেটে একটি প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত …
প্রতিবাদ কর্মসূচী
আজ ৩০শে আগস তারিখ দুপুর ১ টায় ডঃ মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের সেকেন্ড ক্যাম্পাসে আর.জি.কর এর নৃশংস ঘটনার দ্রুত বিচার ও সব্বোর্চ্চ শাস্তির (ফাঁসির) দাবিতে কলেজ গেটে একটি প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হলো। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য তথা ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এর অবজারভার অর্নব দেবনাথ,হলদিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ খান, ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এর সাধারণ সম্পাদক দেবজিৎ পুরকাইত এছাড়াও ইউনিটের অনান্য সদস্য বৃন্দ।
No comments